চট্টগ্রাম বন্দরে চালু হলো সার্ভিস জেটি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে গতি আনতে একটি সার্ভিস জেটি ও একটি টাগবোটের উদ্বোধন করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ রোববার সকাল ১০টায় বারিক বিল্ডিং মোড় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি সার্ভিস জেটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ল' ফ্যাকাল্টির সামনে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপন করেছে। সেখানে লিখে দিয়েছে, একটি স্বাধীন-সার্বোভৌম বাংলাদেশ, সে দেশের অর্থনীতি পর্যুদস্ত। দারিদ্র্যতা মানুষের রন্ধ্রে রন্ধ্রে। সেই সময় একজন নেতা ভাবছেন আমাদের মেরিটাইম সেক্টর কীভাবে চলবে, কীসের ভিত্তিতে চলবে। এই যে তার দূরদর্শী চিন্তা সেই জন্য তাকে সম্মান করে তার ভাস্কর্য স্থাপন করেছে।

খালিদ মাহমুদ বলেন, অনেকে বলেন বঙ্গবন্ধু একজন ভালো নেতা কিন্তু শাসক হিসেবে তিনি সে রকম না। অনেকে বলার চেষ্টা করেন। এটা বলেন কেন? কারণ বঙ্গবন্ধুর সঙ্গে পেরে ওঠেন না। শুধু মেরিটাইম সেক্টরের কথা যদি বলি, জাতিসংঘ ১০ বছর পরে যে জায়গায় পা দিয়েছে বঙ্গবন্ধু ১০ বছর আগে সে জায়গায় পা দিয়েছে। তিনি প্রায় দেড়শটি আইন করেছিলেন সাড়ে ৩ বছরে—একটি দেশ কীভাবে চলবে।

পাকিস্তান, ভারতসহ অনেক দেশ স্বাধীনতার পরে তাৎক্ষণিকভাবে শাসনতন্ত্র দিতে পারেনি। বঙ্গবন্ধু দিয়েছিলেন। পৃথিবীর কোন দেশে মুক্তিযুদ্ধে মধ্য দিয়ে স্বাধীন হওয়ার মাত্র ১ বছরের মাথায় সাধারণ নির্বাচন হয়েছে এ রকম উদাহরণ খুঁজে পাওয়া মুশকিল। সে রকম একটি নেতৃত্ব আমরা পেয়েছিলাম, বঙ্গবন্ধু একটি ভিত্তি রচনা করে দিয়েছিলেন। যে সোনার বাংলা গড়ার জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন, বঙ্গবন্ধু স্বপ্ন এই বাংলাদেশ সোনার বাংলা হবে, বলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।

Comments

The Daily Star  | English

Time to build the country after overcoming dictatorship: Tarique

Highlights need to build skilled generations across all sectors

1h ago