চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে ২০২১ সালে রেকর্ড সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। গত বছরের তুলনায় একই সময়ে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ১৩ শতাংশ।
গত বছর বন্দরটি ৩২ লাখ, ১৪ হাজার ৪৪৮ টিইইউ (২০ ফুট সমতুল্য ইউনিট) রপ্তানি, আমদানি এবং খালি কন্টেইনার পরিচালনা করে যা ২০২০ সালে ছিল ২৮ লাখ, ৩৯ হাজার ৯৭৭ টিইইউ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) সেক্রেটারি মো. ওমর ফারুক জানান, কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপোসহ বন্দরের প্রধান জেটিতে লোড-আনলোড করা কন্টেইনারের সংখ্যা অন্তর্ভুক্ত করে এই চিত্র পাওয়া গেছে।
এক বছরে বন্দর পরিচালিত কন্টেইনারের সংখ্যা ২০১৯ সালে প্রথমবারের মতো ৩ মিলিয়ন টিইইউ অতিক্রম করে। সেসময় ৩০ লাখ ৮৮ হাজার ১৮৭ টিইইউ কন্টেইনার হ্যান্ডেল করা হয়েছিল।
২০২০ সালে, দেশের বৈদেশিক বাণিজ্য বার্ষিক কনটেইনার হ্যান্ডলিংয়ে 8 শতাংশ পতন হয়, যখন বন্দরটি ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭ টিইইউ কন্টেইনার হ্যান্ডিলিং করে।
Comments