চট্টগ্রাম কাস্টমসে ১২০ কোটি টাকার নকল সিগারেট স্ট্যাম্প জব্দ
চট্টগ্রাম কাস্টমস হাউসে চীন থেকে অবৈধভাবে আনা প্রায় ১২০ কোটি টাকার ১.৬২ কোটি জাল সিগারেট ট্যাক্স স্ট্যাম্প জব্দ করা হয়েছে। আজ বুধবার বিকেলে শুল্ক কর্মকর্তারা এগুলো জব্দ করেন।
চট্টগ্রামভিত্তিক ট্রেডিং কোম্পানি আরাফাত এন্টারপ্রাইজ চীনের ডিজি এন্টি-ফেক (শেনঝেন) কোম্পানি লিমিটেড থেকে কাগজ আমদানি ঘোষণা দিয়েছিল। তবে, শুল্ক কর্মকর্তারা দেখতে পান- চালানের ভিতরে বিপুল পরিমাণ অননুমোদিত সিগারেট ট্যাক্স স্ট্যাম্প লুকানো ছিল।
এক সপ্তাহ আগে, চট্টগ্রামভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান বাপ্পু এন্টারপ্রাইজ একই রপ্তানিকারকের থেকে ১৪৩ কোটি টাকার ৩.২ কোটি জাল স্ট্যাম্প আমদানি করে। তখন আমদানিকারক প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছিল, তারা ১৫ টন আর্ট পেপার আমদানি করেছে।
কাস্টমস সূত্র জানায়, রপ্তানিকারক ও আমদানিকারক নথি ও ট্রেডিং তথ্য বিশ্লেষণ করে চট্টগ্রাম কাস্টম হাউসের পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ) এই ২টি চালানের জালিয়াতি চিহ্নিত করেছে।
সূত্র জানায়, জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) সহায়তায় মূলত অবৈধ পণ্য ও মাদক দ্রব্য শনাক্ত করতে চট্টগ্রাম বন্দরে পিসিইউ স্থাপন করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী বলেন, কন্টেইনারটির ভিতরে সিগারেট ট্যাক্স স্ট্যাম্প লুকানো ছিল। স্ট্যাম্পগুলোর চালান প্রবেশ করলে সরকার প্রায় ১২০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হতো।
Comments