ক্যাপসিকাম ঘোষণায় এল শাড়ি-থ্রিপিস, সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল
বেনাপোল দিয়ে ক্যাপসিকাম ঘোষণা দিয়ে ভারত থেকে শাড়ি, থ্রিপিস, ওষুধ আমদানি করায় সিএন্ডএফ এজেন্ট স্বদেশ ট্রেডিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আজ সোমবার সন্ধ্যায় বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার আব্দুল রশিদ মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনারের সই করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বেনাপোল স্থল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে অভিযান চালিয়ে ক্যাপসিকামের ট্রাক আটক করা হয়। ট্রাকে প্রায় ৫ হাজার কেজি ক্যাপসিকাম আসার কথা ছিল।
কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে শাড়ি, থ্রিপিস ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে।
এ চালানের আমদানিকারক ছিল বেনাপোলের সিয়াম এন্টারপ্রাইজ এবং ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল মন্ডল ইন্টারন্যাশনাল।
বেনাপোলের সিএন্ডএফ প্রতিষ্ঠান স্বদেশ ট্রেড ইন্টারন্যাশনাল চালানটি ছাড় করাচ্ছিল।
এর পরিপ্রেক্ষিতে স্বদেশ ট্রেড ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল করে কাস্টমস কর্তৃপক্ষ।
Comments