কর্মবিরতি: বেনাপোলে আটকে আছে প্রায় ৫ হাজার পণ্যবাহী ট্রাক
পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে বেনাপোল বন্দরে আটকে আছে প্রায় ৫ হাজার পণ্যবাহী ট্রাক। আজ মঙ্গলবার বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইমমুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের ৩ দিনের কর্মবিরতির প্রথম দিনে বন্দরের আমদানি কার্যক্রম চালু থাকলেও পণ্য রপ্তানি হয়নি।
যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছে, তাদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি খরচে অবিলম্বে ভারী চালকের লাইসেন্স প্রদান; ড্রাইভিং লাইসেন্সের নবায়ণের ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষা পদ্ধতি বাতিল; পণ্য পরিবহন খাতের ট্রাক ও কাভার্ডভ্যান প্রইমমুভার ট্রেলার পরিস্থিতি সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলো গঠনতন্ত্র সমস্ত কল্যাণ তহবিল সংগ্রহের ওপর বিধিনিষেধ আরোপ প্রত্যাহারসহ ১৫ দফা দাবিতে ঘোষণা করা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।
বেনাপোল ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি শামছুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা তাদের ডাকে সাড়া দিয়ে পণ্যপরিবহন বন্ধ রেখেছি।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বৈশ্বিক মহামারি করোনার কারণে জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। তার ওপর পরিবহন শ্রমিকদের বন্দরে অচলাবস্থা সৃষ্টি করা আত্মঘাতী। ৩ দিনে শিল্প কল-কারখানা ও গার্মেন্ট ইন্ডাস্ট্রিজে বড় ধরনের প্রভাব পড়বে।
Comments