আ. লীগের সম্মেলন: শনিবার আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সম্মেলন উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কাস্টমস সিএন্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফার সই করা এক নোটিশে এ তথ্য জানা গেছে।
স্থলবন্দর কেন্দ্রিক এই দুই সংগঠনের প্রধান উপদেষ্টা ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায়, স্থলবন্দরের সব আমদানি-রপ্তানিকারক ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতেই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা নোটিশে বলা হয়েছে।
তবে আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ এ ধরনের কোনো নোটিশ দেয়নি।
আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম বৃহৎ বন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৩-৫ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। এছাড়া বর্তমানে ভারত থেকে এ বন্দর দিয়ে প্রতিদিন ৩০০ টন গম আমদানি হচ্ছে।
জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বন্দরকেন্দ্রিক ২ সংগঠনের প্রধান উপদেষ্টা তাকজিল খলিফা কাজল। সেজন্য সম্মেলনের দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।'
পরদিন রোববার থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি চলবে বলে জানান তিনি।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আমদানি-রপ্তানি বন্ধের ব্যাপারে আমরা কোনো নোটিশ দেইনি। ব্যবসায়ী সংগঠনের নোটিশের কথা আমরা জানতে পেরেছি।'
Comments