আজ বন্ধ বেনাপোল স্থলবন্দর, কেবল ইলিশ রপ্তানি চলবে
বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ শনিবার ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। তবে, এ সময় বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি স্বাভাবিক আছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন তরফদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে ছুটি থাকায় আজ সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে। রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে।
তবে, বেনাপোল বন্দরের লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, আজ আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও, কেবল বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি স্বাভাবিক আছে।
বন্দর সূত্র জানায়, বন্ধ থাকায় ভারতে আটকা পড়েছে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক। আটকে থাকা পণ্যের মধ্যে আছে শিল্প-কারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাঁচামাল, তরল অক্সিজেন, কেমিক্যাল, মেশিনারি, খাদ্য দ্রব্য।
এছাড়া, পাট ও পাটজাত পণ্য, মাছ, রেডিমেড গার্মেন্টস, মশারীসহ আরও কিছু রপ্তানি পণ্য আটকে আছে বেনাপোলে।
তবে, এ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত বিশেষ ব্যবস্থায় সচল আছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন ওসি আহসান হাবিব।
Comments