রিহ্যাবের আবাসন মেলায় ৩৯৭ কোটি টাকার প্লট-ফ্ল্যাট বুকিং

রিহ্যাব মেলার শেষ দিনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন। ছবি: সুকান্ত হালদার/স্টার

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলা ২০২১-এ ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট, বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন খাতের সবচেয়ে বড় এই মেলা শুরু হয়েছিল গত ২৩ ডিসেম্বর। মেলার শেষদিনে আজ সংবাদ সম্মেলনে রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বিক্রির তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৯৮ কোটি টাকার। প্লট ১২৫ কোটি, বাণিজ্যিক স্পেস ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বুকিং ও বিক্রি হয়েছে। ক্রেতাদের মূল আকর্ষণ ছিল মাঝারি ও ছোট ফ্ল্যাটের দিকে।

তিনি জানান, এবারের মেলায় ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকার।

প্রেসিডেন্ট বলেন, মেলায় যেসব ক্রেতা-দর্শনার্থী এসেছেন তারা সবাই ফ্ল্যাট বা প্লট কিনবেন। কেউ হয়তো এখন কিনবেন আর কেউ হয়তো একটু পরে কিনবেন। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতা ও দর্শনার্থীদের কাছে তাদের পণ্যের ব্যাপারে ধারণা দিয়েছেন। তারা ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। আর ক্রেতারা যে দেখে গেলেন তা যাচাই-বাছাই করবেন এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছিলেন ১৯ হাজার ২৩৭ জন।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

3h ago