ডিসেম্বরে ২৮ লাখ ইন্টারনেট ব্যবহারকারী হারিয়েছে মোবাইল অপারেটররা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব অনুসারে, গত বছরের ডিসেম্বরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তার আগের মাসের তুলনায় প্রায় ২৮ লাখ কমেছে।
বিটিআরসির হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডিসেম্বরে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি ৩৮ লাখ। যা নভেম্বর মাসের তুলনায় ২ দশমিক ১৯ শতাংশ কম।
বিটিআরসির তথ্য বলছে, কেবল মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রেই এই পতন দেখা গেছে।
নভেম্বরে মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ছিল ১১ কোটি ৬৫ লাখ। ডিসেম্বরে যা ১১ কোটি ৩৭ লাখে এসে দাঁড়ায়।
অন্যদিকে ডিসেম্বরে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিছুটা বেড়ে ১০ দশমিক শূণ্য ৯ কোটিতে পৌঁছেছে। এর আগের মাসে এই সংখ্যা ছিল ১০ দশমিক শূণ্য ৭ কোটি।
যদিও সব মিলিয়ে ২০২১ সালের ডিসেম্বরে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ১২ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। ২০২০ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১১ কোটি ১৮ লাখ।
Comments