চলতি অর্থবছর: ১০ মাসে বৈদেশিক সাহায্যের ব্যবহার ৫৮ শতাংশ বেড়েছে
![বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/feature/images/us_dollars.jpg)
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বৈদেশিক সাহায্যের ব্যবহার প্রায় ৫৮ শতাংশ বেশি হয়েছে। এই ১০ মাসে সরকার ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার ব্যয় করেছে।
আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তারা জানান, একই সময়ে প্রকল্প বাস্তবায়নে ততটা গতি না আসলেও ভ্যাকসিন বাবদ দেওয়া অর্থ ছাড় ও এককালীন বাজেট সহায়তা পাওয়ায় বৈদেশিক সাহায্যের বিতরণ বেড়েছে।
একইসঙ্গে উন্নয়ন সহযোগীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তার পরিমাণ এই সময়ে ১১ শতাংশ বেড়ে এপ্রিল শেষে তা ৫ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
পাশাপাশি বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধও বাড়ছে। চলতি জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে ঋণ পরিশোধ হয়েছে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে তা ছিল ১ দশমিক ৬ বিলিয়ন ডলার।
Comments