বিনিয়োগকারীদের বিমার আওতায় এনেছে লংকাবাংলা সিকিউরিটিজ

চুক্তি সই অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজ ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টধারী বিনিয়োগকারীদের মৃত্যু অথবা দুর্ঘটনাজনিত কারণে বিমা সুবিধা দিতে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে লংকাবাংলা সিকিউরিটিজ (এলবিএসএল)।

চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকের আওতায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য লংকাবাংলা সিকিউরিটিজে বিও অ্যাকাউন্ট খোলার পাশাপাশি জীবন বিমা সুবিধাও দেওয়া হবে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য এটিই সর্বপ্রথম জীবন বিমা সুবিধা।

এলবিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার সাফাত রেজা ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম জিয়াউল হকের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়।

গ্রাহকদের এই বিমা সুবিধার জন্য প্রিমিয়াম পরিশোধ করবে এলবিএসএল।

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

He also said that those who are involved with the killings must be brought to book.

6m ago