ফাইনালের আগে দি মারিয়াকে নিয়ে সুখবর দিলেন আর্জেন্টিনা কোচ

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত ঠিকঠাক খেলাই হয়নি আনহেল দি মারিয়ার। কারণটা হলো চোট। তবে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে তাকে নিয়ে সুসংবাদ দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি জানালেন, জুভেন্তাসের এই অভিজ্ঞ উইঙ্গার খেলার জন্য উপযুক্ত অবস্থায় আছেন।

আগামীকাল রোববার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা নির্ধারণী লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। একদিকে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা, আরেকদিকে কিলিয়ান এমবাপের ফ্রান্স। দুই দলই নামবে দুর্দান্ত অভিযানকে পূর্ণতা দিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পূরণ করতে।

৩৪ বছর বয়সী দি মারিয়া খেলছেন নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। তবে শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাদ পড়েন। তখন জানা যায় তার চোটের খবর। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শেষদিকে মাত্র ৮ মিনিটের জন্য মাঠে নামেন। কারণ সেসময় গোলের জন্য মরিয়া ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি স্কালোনি। আলবিসেলেস্তেদের জয় অবশ্যম্ভাবী হওয়ায় বেঞ্চেই থেকে যান দি মারিয়া।

ব্রাজিলে ২০১৪ সালের বিশ্বকাপে আগেরবার যখন ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, জার্মানির বিপক্ষে খেলতে পারেননি দি মারিয়া। চোটের কারণেই। তার অনুপস্থিতিতে ভুগতে হয়েছিল দলকে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গিয়েছিল মেসিদের। তবে ফরাসিদের বিপক্ষে এবার মাঠে নামার জন্য তৈরি আছেন দি মারিয়া। তাতে ৩৬ বছর পর ফের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানিতে বাড়তি অস্ত্রের যোগান পাচ্ছে আর্জেন্টিনা।

দি মারিয়া শুরু থেকে খেলবেন কিনা সেটা খোলাসা করেননি স্কালোনি। তবে ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে তিনি আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের শুনিয়েছেন আশার খবর, 'দি মারিয়া ভালো আছে, খেলার জন্য (তৈরি আছে)। (স্কোয়াডের বাকিদের মতো) স্বাভাবিকভাবেই সে সপ্তাহ জুড়ে অনুশীলন করেছে। এই ম্যাচে তাকে পাওয়া যাবে।'

উল্লেখ্য, দি মারিয়ার গোলেই আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরার অবসান হয় গত বছর। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত ফাইনালে তাদেরকেই ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মেতেছিলেন মেসি-স্কালোনিরা। এবারের বিশ্বকাপে চার ম্যাচ খেলা দি মারিয়ার পা থেকে এসেছে একটি অ্যাসিস্ট।

 

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

15m ago