মেসির ডিফেন্স নিয়ে বিতর্ক মূর্খের মতো শোনায়: পচেত্তিনো

বল পায়ে থাকা অবস্থায় লিওনেল মেসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন খুব কম মানুষই। কিন্তু প্রতিপক্ষের পায়ে বল থাকা অবস্থায় নিষ্ক্রিয় থাকেন লা পুল্গা, এমন অভিযোগ গোটা ক্যারিয়ারেই শুনতে হয়েছে ক্ষুদে জাদুকরকে। তবে এমন বিতর্ককে 'মূর্খের মতো' আখ্যা দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচের প্রাক্কালে ডাচ কোচ লুইস ভন হাল সংবাদ সম্মেলনে বলেছিলেন, যখন আর্জেন্টিনার পায়ে বল থাকে না, তখন মেসি দলকে সাহায্য করতে পারেন না। এই বক্তব্যে রক্ষণে মেসির কার্যকারিতাকেই ইঙ্গিত করেছিলেন বর্ষীয়ান এই কোচ। এবার তাকেই যেন একহাত নিলেন পচেত্তিনো। টানলেন দুই ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও পেলের উদাহরণও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে মেসির সাবেক এই কোচ বলেন, 'সত্যি বলতে আমার মতে মেসির ডিফেন্স নিয়ে বিতর্ক এখন আর চলে না, এটা অনেকটা মূর্খের মতো শোনায়। আপনি দাবি করতে পারেন না যে ম্যারাডানা, পেলে এবং মেসি, যারা ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তারা বল কেড়ে নিতে মনোযোগী থাকবে। সে (মেসি) এগুলোতে অংশ নিতে পারে না। অন্যরা এর জন্য অড় হয়ে ছুটবে।'

মেসি দলে থাকলে অন্য খেলোয়াড়দের ভূমিকা কেমন হওয়া উচিৎ সেটাও জানান পচেত্তিনো, 'যখন আপনার দলে মেসি থাকবে, অন্য খেলোয়াড়দের বোঝা প্রয়োজন যে তাদের বল কেড়ে নিয়ে তাকে (মেসিকে) দিতে হবে যাতে সে তার এনার্জি ধরে রাখতে পারে এবং ও এরপর প্রভাব বিস্তার করতে পারে, যেমনটা দেখা যায়।'

কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই গোটা আর্জেন্টিনা দলটাকে যেন এক সূতোয় বেঁধেছেন লিওনেল স্কালোনি। গেল বছর আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা জয়ে টের পাওয়া গিয়েছিল এর কার্যকারিতা। মেসিকে কেন্দ্র করেই গোটা দলের মধ্যে এই দলীয় ঐক্য গড়ে তুলেছিলেন স্কালোনি। আর্জেন্টিনার ফাইনালে উঠতে পারার পিছনে এটাকেই মূল কারণ দেখছেন পচেত্তিনো।   

৫০ বছর বয়সী এই কোচ বলেন, 'এটা (ঐক্য) এই আর্জেন্টিনা দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই কারণেই তারা ফাইনালে যেতে পেরেছে। এটার (ফাইনালে যাওয়ার) কারণ খেলোয়াড়রা খুব ভালো করেই জানে তাদের ভূমিকা কি। যখন আপনার দলে মেসি থাকবে, আপনাকে তার জন্য ছুটতেই হবে।'

রোববার লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মোকাবিলা করবেন মেসিরা। ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘুচাতে সেই ম্যাচে আর্জেন্টিনা কতোটা দল হিসেবে খেলতে পারে ও লা পুল্গাকে কেমন সমর্থন যোগান তার সতীর্থরা সেটাই এখন দেখার।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

49m ago