ফাইনালে ৬টি রেকর্ডের সামনে মেসি

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক নতুন রেকর্ড। অর্জনের সেই ভেলায় চড়ে আরও একবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছেন মহাতারকা লিওনেল মেসি। শিরোপার লড়াইয়ে শেষ হাসি হাসতে পারলে তিনি উঠবেন অনন্য উচ্চতায়। একই সঙ্গে ফাইনালে ব্যক্তিগতভাবেও অনেকগুলো রেকর্ড নিজের করে নিতে পারবেন আর্জেন্টিনা অধিনায়ক।

এক নজরে দেখে নেওয়া যাক, নতুন করে যে ছয়টি রেকর্ডের সামনে রয়েছেন মেসি-

১) সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের ২৫তম ম্যাচ খেলেছেন মেসি। ছুঁয়ে ফেলেন কিংবদন্তি লোথার ম্যাথিউজকে। এতদিন সর্বোচ্চ ২৫টি বিশ্বকাপ ম্যাচ খেলে রেকর্ডটির একক মালিক ছিলেন এই জার্মান কিংবদন্তি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামলে সেই রেকর্ডটি নিজের করে নেবেন আর্জেন্টাইন অধিনায়ক।

২) ম্যাচের হিসাবের সঙ্গে সময়ের হিসাবেও শীর্ষে ওঠার হাতছানি রয়েছে মেসির সামনে। বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ২১৯৪ মিনিট খেলেছেন তিনি। সময়ের হিসাবে শীর্ষে রয়েছেন ইতালির সাবেক তারকা পাওলো মালদিনি। বিশ্বকাপে তিনি খেলেছেন মোট ২২১৭ মিনিট। অর্থাৎ ফাইনালে ২৪ মিনিট খেলতে পারলে এই রেকর্ডেরও শীর্ষে উঠবেন মেসি।

৩) বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলে ১৬টি জয়ের স্বাদ পেয়েছেন মেসি। এখানেও তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। তার সামনে কেবল রয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। ২৪ ম্যাচে ১৭টি জয় নিয়ে শীর্ষে আছেন তিনি। ফাইনালে জয় পেলে তার এই রেকর্ড স্পর্শের স্বাদ পাবেন মেসি।

৪) এখন পর্যন্ত বিশ্বকাপে ৮টি অ্যাসিস্ট করেছেন মেসি। যা নিজ দেশের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সমান। সেমিফাইনালে হুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করিয়ে ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করেন মেসি। ফাইনালে এমন কিছু করতে পারলে এককভাবে এই রেকর্ডের শীর্ষে উঠে যাবেন ৩৫ বছর বয়সী তারকা।

৫) বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ই একাধিকবার গোল্ডেন বল জিততে পারেননি। প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়ার সামনে রয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড। ২০১৪ সালে বিশ্বকাপ ছুঁয়ে দেখা না হলেও সেই আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। এবার আরও একটি গোল্ডেন বলের খুব কাছেই আছেন সাবেক বার্সেলোনা তারকা।

৬) এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ আসরে ১১টি গোল করেছেন মেসি। সঙ্গে ৮টি অ্যাসিস্ট। অর্থাৎ গোলে সরাসরি অবদান ১৯টিতে। যা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ও জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার সমান। এই দুই তারকাও রেখেছেন ১৯ গোলে অবদান। ফাইনালে একটি গোল করতে বা করাতে পারলে তাদের ছাড়িয়ে শীর্ষে উঠবেন মেসি।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

23m ago