বিশ্বকাপ গোলের রেকর্ড মেসিরই প্রাপ্য: বাতিস্তুতা

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা অনেক আগেই লিওনেল মেসির কাছে হারিয়েছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। এবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটাও হাতছাড়া হলো তার। কিন্তু তাতে বিন্দুমাত্র কষ্ট পাননি বাতিগোল। মেসির কাছে রেকর্ড হারানো স্রেফ আনন্দের বলে জানিয়েছেন সাবেক এ ফরোয়ার্ড।

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল করে বাতিস্তুতাকে স্পর্শ করেছিলেন মেসি। এরপর সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ছাড়িয়ে যান তাকে। বিশ্বকাপে এখন ১১টি গোল মেসির। এই বিশ্বকাপে ৫টি গোল করে বাতিস্তুতাকে ছাড়ান আর্জেন্টাইন অধিনায়ক। ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে তিন বিশ্বকাপ খেলে ১০টি গোল করেছিলেন বাতিস্তুতা। 

আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ক্লারিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাতিগোল বলেছেন, '(মেসি রেকর্ডটি ভাঙায়) আমার কোনো ধরনের খারাপ লাগেনি। কারণ যখন এটা আমার নামের পাশে ছিল, আমি উপভোগ করেছি। এটা লিওর প্রাপ্য। যদি চূড়ায় কেবল একজনের থাকতে হয়, সেটা ও।'

মেসির কাছে রেকর্ড হারিয়ে উল্টো উচ্ছ্বসিত আর্জেন্টিনার হয়ে ৫৫টি গোলের মালিক বাতিস্তুতা, 'মেসি অ্যালিয়েন নয়। সে মানুষ যে অন্য সবার চেয়ে ভালো ফুটবল খেলে। ওই মানুষটি যখন ছাড়িয়ে যায়, তখন কষ্ট পাওয়ার কিছু নেই, সে স্রেফ আনন্দ দেয়।' 

চলতি আসরে যে দুর্দান্ত ছন্দে খেলছেন মেসি। ৩৫ ছাড়ানো এ খেলোয়াড়ের কাছ থেকে এতোটা আশা করেননি এ সাবেক তারকাও, 'আমি আশা করেছিলাম, সে অনেক শান্ত হবে। কিন্তু সে ২০ বছর বয়সীদের মতো খেলছে। এর কারণ সে ক্ষুধার্ত। এখানে সে বিশ্বকাপ জিততে এসেছে। ফুটবলের এটাই প্রয়োজন, আর দলের মধ্যে লিও সেটাই ছড়িয়ে দিচ্ছে।' 

আগামীকাল রোববার রাতে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটা আর্জেন্টিনা জিতবে বলেই মনে করেন বাতিগোল, 'শিরোপা জেতার মতো খুব ভালো অবস্থায় রয়েছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হওয়ার ভালো একটি আবহ রয়েছে, এটা হওয়ার জন্য সবার মধ্যে ইতিবাচক প্রাণশক্তি বইছে। যেমন মেসির জন্য তেমনি সমর্থকদের ক্ষেত্রেও।'

Comments