মেসি নয়, চুয়ামেনির চোখে বিশ্বসেরা এমবাপে

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতের পর লিওনেল মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় বললেন আতোঁয়ান গ্রিজমান। তবে সেই পথে হাঁটলেন না তার সতীর্থ আহেলিয়া চুয়ামেনি। ফ্রান্সের এই তরুণ মিডফিল্ডারের দৃষ্টিতে, নিজ দলের স্ট্রাইকার কিলিয়ান এমবাপেই বিশ্বসেরা। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে সেটা প্রমাণ হয়ে যাওয়ার প্রত্যাশাতেও আছেন তিনি।

বুধবার রাতে আল বাইত স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারায় ফ্রান্স। থিও হার্নান্দেজ ম্যাচের শুরুর দিকেই দলকে এগিয়ে নেওয়ার পর শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হন্দাল কলো মুয়ানি। হাল ছেড়ে না দিয়ে পুরো ৯০ মিনিট দারুণ সব আক্রমণ শানায় মরক্কানরা। কিন্তু দুর্ভাগ্য আর ফিনিশিং ব্যর্থতায় তারা পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। তাদের স্বপ্নযাত্রা থামিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় দিদিয়ের দেশমের শিষ্যরা। সেখানে তাদের অপেক্ষায় আছে আর্জেন্টিনা। আগামী রোববার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

শিরোপা ঘরে তোলার লড়াইয়ের মাঝে থাকছে ব্যক্তিগত পর্যায়ের হিসাবনিকাশও। মেসি ও এমবাপে দুজনই ফরাসি ক্লাব পিএসজিতে খেললেও এবারে তারা মুখোমুখি অবস্থানে। মেসিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের তকমা দেন ফুটবলপ্রেমীদের বড় একটা অংশ। আবার এমবাপেকে সময়ের সেরা ফুটবলারও মানেন অনেকে। কাতার বিশ্বকাপের ফাইনালেই কি তবে পাওয়া যাবে সেরার প্রশ্নের উত্তর? যদিও কেবল একটি ম্যাচ দিয়ে বিচার করা কঠিন। তবে নিশ্চিতভাবেই মিলবে আলোচনার খোরাক।

মরক্কো বাধা অতিক্রম করার পর মেসির প্রশংসায় মাতেন গ্রিজমান। এক সময় দুজন একসঙ্গে খেলতেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। তিনি গণমাধ্যমকে বলেছেন, 'আর্জেন্টিনা দারুণ একটি দল এবং তাদের আছে বিশ্বের সেরা খেলোয়াড় (মেসি)।'

গ্রিজমানের মন্তব্য জানতে পেরে চুয়ামেনি তাতে সমর্থন দেননি। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে খেলা ২২ বছর এই বয়সী উঠতি তারকার কাছে এগিয়ে এমবাপে, 'আমার মতে, এটা (বিশ্বের সেরা খেলোয়াড়) এমবাপে এবং আমি চাই আগামী ম্যাচে সে তা প্রমাণ করে দিক।'

২৩ বছর বয়সী এমবাপে এবারের আসরে নিজের সামর্থ্যের ছাপ রেখে চলেছেন। এখন পর্যন্ত ৫ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন। ফলে গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছেন তিনি। এই দুটি লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ৩৫ বছর বয়সী মেসি। চোখ ধাঁধানো ফর্ম দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার তিনি জিতেছেন চারবার। ৫ গোলের সঙ্গে তার নামের পাশে রয়েছে ৩ অ্যাসিস্ট। বলতে গেলে, একাই আর্জেন্টিনাকে ফাইনালের মঞ্চে তুলেছেন তিনি।

সেরা ছন্দের মেসিকে আটকানো কঠিন হবে, সেটা অবশ্য মানছেন চুয়ামেনি। পাশাপাশি জানিয়েছেন, আর্জেন্টিনার বাকিদের নিয়েও সতর্ক তারা, 'এটা খুবই কঠিন। তবে আমরা একটা পরিকল্পনা করব তাকে থামানোর জন্য। সে অসাধারণ একজন খেলোয়াড়। কিন্তু তার পাশাপাশি আরও অনেকে আছে।'

Comments

The Daily Star  | English

UN climate talks in limbo

The world's most climate-imperilled nations stormed out of consultations in protest at the deadlocked UN COP29 conference yesterday, as simmering tensions over a hard-fought finance deal erupted into the open

51m ago