তুমি ইতিহাস সৃষ্টি করেছ: হাকিমিকে এমবাপে

মাঝমাঠের দখল ছিল মরক্কোর অধীনে। তবে আক্রমণে ছিল দুই দলই সমানে সমান। কিন্তু সেখানে ফ্রান্স দুটি গোল আদায় করে নিতে পারলেও একটিও পারেনি মরক্কানরা। অন্যথায় গল্পটা ভিন্নও হতে পারতো। তবে এবারের বিশ্বকাপে যে কীর্তি করে দেখিয়েছে মরক্কো, তা এর আগে করতে পারেনি কোনো আফ্রিকান কিংবা আরব দেশ। তাই ক্লাব সতীর্থ আশরাফ হাকিমিকে ঠিক সে কথাই মনে করিয়ে দিলেন ফ্রান্সের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপে।

আগের দিন বুধবার দিবাগত রাতে আল খোরের আল বাইত স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই তাদের এগিয়ে দেন থিও হার্নান্দেজ। এরপর আপ্রাণ চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি মরক্কানরা। বিরতির পর মিনিটে উল্টো ফরাসিদের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন র‍্যান্ডাল কোলো মুয়ানি। হাল না ছেড়ে আক্রমণের ধারা অব্যাহত রাখে অ্যাটলাসের সিংহরা। কিন্তু শেষ পর্যন্ত আর সাফল্য ধরা দেয়নি তাদের।

এমন হারের পর স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েন মরক্কোর খেলোয়াড়রা। ম্যাচ শেষে হাকিমিকে সান্ত্বনা দিয়েছেন এমবাপে। একে অপরের সঙ্গে জার্সি বদল করেছেন। শুধু বদলই করেননি, সেটা আবার পরেছেনও তারা। মাঠ ছাড়ার আগে প্রতিপক্ষের জার্সি পরে সমর্থকদের অভিবাদনও জানিয়েছেন তারা।

সামাজিকমাধ্যমে পরে হাকিমিকে সমবেদনা জানিয়েছেন এমবাপে। নিজের সঙ্গে তোলা একটি ছবি আপলোড দিয়ে সেখানে লিখেছেন, 'টানা দুইটি বিশ্বকাপের ফাইনালে। দুঃখিত হয় না ভাই, তুমি যা করেছে তা নিয়ে সবাই গর্বিত, তুমি ইতিহাস সৃষ্টি করেছ।'

Comments

The Daily Star  | English

UN climate talks in limbo

The world's most climate-imperilled nations stormed out of consultations in protest at the deadlocked UN COP29 conference yesterday, as simmering tensions over a hard-fought finance deal erupted into the open

1h ago