বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে ম্যাথাউসের পাশে মেসি
কাতার বিশ্বকাপে ইতোমধ্যে বেশ কিছু রেকর্ড গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে আরও একটি কীর্তিতে ভাগ বসালেন তিনি। ফুটবলের সর্বোচ্চ আসরে সবচেয়ে বেশি খেলার রেকর্ড এখন যৌথভাবে তার ও জার্মানির লোথার ম্যাথাউসের।
আসরের প্রথম সেমিতে মুখোমুখি হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত একটায় শুরু হয়েছে ম্যাচটি। যারা জিতবে, তারাই প্রথম দল হিসেবে উঠে যাবে মরুর বুকে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে।
ফুটবলের সর্বোচ্চ আসরে এটি ৩৫ বছর বয়সী মেসির ২৫তম ম্যাচ। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড এর আগে সবমিলিয়ে করেছেন ১০ গোল। নিজের পঞ্চম ও সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলছেন তিনি। পরম আরাধ্য শিরোপা জয়ের স্বপ্ন পূরণে আর মাত্র দুটি ধাপ বাকি তার।
সাবেক জার্মান মিডফিল্ডার ম্যাথাউসও অংশ নিয়েছিলেন পাঁচটি বিশ্বকাপে। তিনি ১৯৮২ থেকে ১৯৯৮ সালের মধ্যে ফুটবলের মহাযজ্ঞে খেলেছিলেন ২৫ ম্যাচ। তার নেতৃত্বে ১৯৯০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি।
Comments