পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
ঘানা ও উরুগুয়েকে হারিয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাই অনেকটাই নির্ভার হয়ে মাঠে নামবে তারা। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ড্র ও ঘানার বিপক্ষে হেরে নিজেদের পথ নিজেরাই কঠিন করে ফেলেছেন হিউং-মিন সনরা। ক্রিস্তিয়ানো রোনালদোদের হারাতে পারলেও তাই চেয়ে থাকতে হবে গ্রুপের অপর ম্যাচের দিকে।
ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-
কখন?
শুক্রবার, ২ ডিসেম্বর, বাংলাদেশ সময় রাত ৯টা
কোথায়?
এডুকেশন সিটি স্টেডিয়াম, দোহা
নজরে থাকবেন যারা
শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়ায় আক্রমণভাগে আমূল বদল আনতে পারেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। রাফায়েল লেয়াও-আন্দ্রে সিলভারা শুরুর একাদশে সুযোগ পেলে কেমন করেন সেদিকে নজর থাকবে ভক্তদের। অন্যদিকে মিডফিল্ডে ম্যাথিউস নুনেস, জোয়াও পালহিনহাদেরও মিলতে পারে নিজেদের প্রমাণের সুযোগ। রক্ষণে অ্যান্তোনিও সিলভাকে ঝালিয়ে দেখতে পারেন কোচ।
ঘুরে দাঁড়ানর শেষ সুযোগ কোরিয়ার সামনে। ঘানার বিপক্ষে জোড়া গোল করা চো গুয়ে-সুংয়ের ওপরই প্রত্যাশার পারদ থাকবে বেশি। দলের সবচেয়ে বড় তারকা সন নিজের সেরা ঝলক দেখাবেন, সেই আশা করবেন ভক্তরা। রক্ষণে মিন-জায়ে কিম ও ইয়ং গোউন কিম জুটিকে হতে হবে শক্ত দেয়াল।
সম্ভাব্য লাইন আপ
পর্তুগাল: (৪-৩-৩): কস্তা (গোলরক্ষক), ক্যানসেলো, আন্তনিও সিলভা, পেপে, দালত, কারভালহো, পালহিনহা, নুনেস, বের্নার্দো সিলভা, আন্দ্রে সিলভা, লেয়াও
দক্ষিণ কোরিয়া: (৪-২-৩-১) কিম (গোলরক্ষক), মুন-হোয়ান, মিন জায়ে, ইয়ং-গুওন, জিন-সু, হোয়াং, জুং, চ্যাং-হুন, সন, উ-ইয়ং, চো।
প্রেডিকশন
শক্তির বিচারে ঢের এগিয়ে পর্তুগিজরা। প্রথম দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে খেলতে পারলে এই ম্যাচেও ভালো কিছু ধরা দেবে তাদের হাতে। অন্যদিকে মানসিকভাবে বিপর্যস্ত কোরিয়া ঘুরে দাঁড়াতে না পারলে আরও একবার আক্ষেপ সঙ্গী হবে তাদের।
সম্ভাব্য স্কোর:
পর্তুগাল ২-১ দক্ষিণ কোরিয়া
অন্যান্য পরিসংখ্যান
১) বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া ও পর্তুগাল। ২০০২ বিশ্বকাপে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল কোরিয়া।
২) এরমধ্যেই নকআউট পর্বে পৌঁছেছে পর্তুগাল। ড্র বা জয় পেলে শীর্ষস্থান নিশ্চিত করবে তারা, অন্যদিকে টিকে থাকতে দক্ষিণ কোরিয়াকে জিততেই হবে।
৩) পর্তুগাল তাদের শেষ ১৪টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে। ৮টি জয় ও ৫টি ড্র।
৪) দক্ষিণ কোরিয়া তাদের আগের ১০টি বিশ্বকাপের মধ্যে আটটিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
৫) বিশ্বকাপে টানা আটটি ম্যাচে জাল খুঁজে পেয়েছে দক্ষিণ কোরিয়া, প্রতিযোগিতায় তাদের সর্বোচ্চ।
৬) এশিয়ার দলগুলো মধ্যে সর্বোচ্চ সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়া। ২০০২ সালে ঘরের মাঠে সেমি-ফাইনালে খেলছিল দলটি।
৭) তৃতীয়বারের মতো তাদের প্রথম দুটি ম্যাচ জিতেছে পর্তুগাল। এর আগে ১৯৬৬ এবং ২০০৬ সালে সেমিফাইনালে পৌঁছেছিল দলটি।
Comments