ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের বেঞ্চকে ঝালিয়ে নেবেন তিতে
কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত হয়ে গেছে ইতোমধ্যে। তাই তিতের সামনে সুযোগ রয়েছে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার। আর সেটা ব্রাজিল কোচ লুফে নিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ক্যামেরুনের মুখোমুখি হবে সেলেসাওরা। লুসাইল স্টেডিয়ামে অন্তত ড্র করতে পারলেই 'জি' গ্রুপ চ্যাম্পিয়ন হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিশ্চিতভাবে সেরা হয়েই শেষ ষোলোতে যাওয়ার লক্ষ্য থাকবে তাদের। পাশাপাশি সুবিধাজনক অবস্থানে থাকায় শুরুর একাদশের নিয়মিত তারকাদের বিশ্রাম দেওয়ার সুবিধা নিতে চাইবে তারা।
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, একাদশে পরিবর্তনে আনার কথা শিষ্যদের জানিয়ে দিয়েছেন তিতে। সাধারণত বেঞ্চে থাকা বেশ কয়েকজন ফুটবলারকে শুরুর একাদশে জায়গা দেবেন তিনি।
তারকায় ঠাসা স্কোয়াড নিয়ে এবার কাতারের মাটিতে খেলতে গেছে শিরোপাপ্রত্যাশী ব্রাজিল। ফলে তাদের বেঞ্চের শক্তিও কম নয়। সেখানে আছেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এদারসন, লিভারপুল মিডফিল্ডার ফাবিনহো, নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার আন্তোনি এবং আর্সেনালের দুই ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও গ্যাব্রিয়েল জেসুস। তাদেরকে আফ্রিকান দলটির বিপক্ষে প্রথম থেকেই দেখা যেতে পারে।
আগামী সোমবার রাতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে তিতের দল। তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। 'এইচ' গ্রুপে থাকা উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানার মধ্যে যে কোনো একটি দলকে তারা পাবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে। ওই ম্যাচের আগে শুরুর একাদশের চেনা মুখদের সতেজ রাখতে চায় ব্রাজিল। ফলে ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চে থাকতে পারেন এক ঝাঁক তারকা। তাদের মধ্যে আছেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন, ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো, রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা ও টটেনহ্যাম হটস্পার স্ট্রাইকার রিচার্লিসন।
শেষ ষোলোতে তিন ফুটবলারের ফেরার অপেক্ষাতেও থাকবে ব্রাজিল। যদিও তাদের ফেরার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার। রাইট-ব্যাক দানিলো ও তারকা ফরোয়ার্ড নেইমার ভুগছেন গোড়ালির চোটে। নিতম্বে চোট পেয়েছেন লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রো।
Comments