যেভাবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারে স্পেন ও জার্মানি
কাতার বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলে ফেললেও এখনও নকআউট পর্ব নিশ্চিত হয়নি তাদের। ৪ পয়েন্ট নিয়ে স্প্যানিশরা সুবিধাজনক অবস্থানে আছে। তবে মোটে ১ পয়েন্ট পাওয়া জার্মানদের সামনে বাদ পড়ার জোরালো শঙ্কা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত একটায় অনুষ্ঠিত হবে 'ই' গ্রুপের শেষ দুটি ম্যাচ। আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে জার্মানি ও কোস্টারিকা। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে স্পেন মোকাবিলা করবে জাপানকে। চার দলেরই রয়েছে দ্বিতীয় রাউন্ডে ওঠার হাতছানি।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে কোচ লুইস এনরিকের শিষ্যরা। সমান ৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানে দুই ও তিনে রয়েছে যথাক্রমে জাপান ও কোস্টারিকা। হান্সি ফ্লিকের শিষ্যরা ১ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের তলানিতে।
নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে দেওয়া জাপানের বিপক্ষে হার এড়ালেই শেষ ষোলোতে উঠবে স্প্যানিশরা। জিতলে নিশ্চিতভাবেই তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। হারলেও লা রোহারা গোল পার্থক্যে দ্বিতীয় রাউন্ডের টিকিট পাবে যদি না কোস্টারিকার কাছে জার্মানি হেরে যায়।
দ্বিতীয় রাউন্ডে যেতে জার্মানদের ভাগ্য নেই নিজেদের হাতে। পূর্ণ ৩ পয়েন্ট তাদের পেতেই হবে। পাশাপাশি ডাই ম্যানশ্যাফটের তাকিয়ে থাকতে হবে স্পেন-জাপান ম্যাচের দিকে। হাজিমে মরিয়াসুর শিষ্যরা হেরে গেলে জার্মানি পৌঁছে যাবে শেষ ষোলোতে। তবে স্পেন-জাপান ম্যাচ ড্র হলে কিংবা জাপানিজরা জিতে গেলে বিবেচনায় আসবে গোল পার্থক্য।
পরের পর্বে ওঠার সম্ভাবনা টিকে আছে জাপান আর কোস্টারিকারও। সেক্ষেত্রে নিজ নিজ ম্যাচে তাদেরকে অন্তত ড্র করতে হবে এবং অন্যান্য হিসাবনিকাশে নজর রাখতে হবে। তবে পূর্ণ পয়েন্ট পেলে নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের বাধা পাড়ি দেবে দুই দল।
Comments