জার্মানি-বেলজিয়াম-স্পেনের ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম

ক্রোয়েশিয়া গত আসরের ফাইনালিস্ট। যদিও এবার শুরুতে তারা গতবারের মতো ফুটবল উপহার দিতে পারেনি। তবে গত ম্যাচে কানাডার বিপক্ষে দারুণ খেলেছে। অন্যদিকে বেলজিয়াম দারুণ একটি দল। কিন্তু কোনো এক অজানা কারণে ওরা নিজেদের মতো খেলতে পারছে না। অন্যথায় শক্তির দিকে ওরাই এগিয়ে। তবে এই ম্যাচে ওরা ঘুরে দাঁড়াবে বলে আশা করছি।  

কানাডা বনাম মরক্কো

কানাডা প্রথম ম্যাচটা যেভাবে খেলেছে পরের ম্যাচটা সেভাবে খেলতে পারেনি। যদিও ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতে ওরাই এগিয়ে গিয়েছিল। মরক্কো দারুণও খেলছে। বেশ আক্রমণাত্মক একটি দল। এই ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করছি। ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।

কোস্টারিকা বনাম জার্মানি

জার্মানির জন্য তো অস্তিত্ব রক্ষার লড়াই। ড্র করলেও চলবে না। জিততেই হবে। তারপর আবার কতো সমীকরণ। কোস্টারিকা প্রথম ম্যাচে বিধ্বস্ত হলেও গত ম্যাচে জিতেছে। তবে খুব যে ভালো খেলে জিতেছে তা কিন্তু না। তাই আমার মনে হয় এই ম্যাচে বড় জয়ই পাবে জার্মানরা।

জাপান বনাম স্পেন

স্পেন যেভাবে আসর শুরু করেছে সেটা দুর্দান্ত। জার্মানির সঙ্গে ভালো খেলেও ড্র করেছে। আর জাপান দুইটা ম্যাচেই ভালো খেলেছে। কিন্তু একটা ম্যাচে কোস্টারিকার সঙ্গে ভালো খেলেও হেরেছে। সমীকরণ জটিল। নকআউট পর্ব নিশ্চিত হয়নি কোনো দলের। তবে আজ ঠিকই জাপানকে হারিয়ে স্পেন উঠে যাবে বলে মনে হচ্ছে।  

Comments

The Daily Star  | English
capital flight in Bangladesh during Awami League's tenure

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

18h ago