কীভাবে ঠাসা সূচিতেও খেলতে হয় জানেন মেসি
শনিবার রাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে নিজেদের শারীরিক ঘাটতি পুষিয়ে নিতে ঠিক দুই দিনও সময় পাচ্ছেন না খেলোয়াড়রা। এমন ঠাসা সূচিতেও দলের সেরা তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন না লিওনেল স্কালোনি। কারণ মেসি জানেন কীভাবে ঠাসা সূচিতে খেলতে হয়। তবে মেসি চাইলেই তাকে বদল করবেন কোচ।
বুধবার রাতে দোহার ৯৭৪ স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির পেনাল্টি মিসের পর দ্বিতীয়ার্ধে আলেক্সিস ম্যাক আলিস্তার ও হুলিয়ান আলভারেজের গোলে জয় মিলেছে তাদের। ম্যাচের ৬৭তম মিনিটেই লিড দ্বিগুণ করে তারা। ফলে এরপর মেসিকে তুলে নিতেই পারতেন কোচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উঠে আসে এ প্রসঙ্গ। কারণ আর্জেন্টিনার এই দলের প্রাণভোমরা মেসি। তার শারীরিকভাবে সুস্থ থাকা মানে স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে যাওয়া দলটির জন্য। তবে এই সিদ্ধান্তটা মেসিকেই নিতে বললেন স্কালোনি, 'যদি মেসি আমাকে না বলে, তাহলে আমি তাকে বদল করছি না। প্রতি তিন দিনে একটি করে ম্যাচ। বিশ্রামের সময় খুবই কম। এটা হতেই পারে।'
স্কালোনি সহ সবাই দুশ্চিন্তায় থাকলেও আশ্বাস দিয়েছেন মেসি। ঠাসা সূচিতেও নিয়মিত মাঠে নামতে অভিজ্ঞতার কারণেই পারছেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক, 'আমি খেলতে পছন্দ করি। খেলে ভালো অনুভব করছি। মাঠে ম্যাচের সময় কীভাবে এই সব কিছু মানিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, অভিজ্ঞতা এবং বয়স আমাকে মাঠে সেই নিয়ন্ত্রণ আনার ক্ষমতা দিয়েছে।'
তবে এমন ঠাসা সূচিতে যে বেশ বিরক্ত কোচ স্কালোনি, 'আমার মনে হচ্ছে এটা (পরের ম্যাচ) কিছুটা পাগলাটে হবে যে, আমরা এই গ্রুপের বিজয়ী হওয়া সত্ত্বেও মাত্র দুই দিনের মধ্যেই পরের ম্যাচ খেলতে যাচ্ছি। আমি এটা বুঝতে পারছি না কেন? এরমধ্যেই এখন বৃহস্পতিবার এবং আমাদের কাছে মাত্র দুই দিন সময় রয়েছে। এবং তারপরেই আমাদের এটা (পরের ম্যাচ) খেলতে হবে।'
Comments