এই জয়েই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি না: আর্জেন্টিনা কোচ
গ্রুপ পর্বের বাধা পেরুনো গিয়েছে। এবার ভাবনা নকআউট পর্ব নিয়ে। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। তাদের মতোই দুটি জয়ে নকআউট পর্বে উঠেছে এএফসি থেকে কোয়ালিফাই করা এ দলটিও। লড়াইটা হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে বলে মনে করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তাই পোল্যান্ডের বিপক্ষে দারুণ এ জয়ের পর যারা ধরে নিয়েছেন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা, তাদের শান্ত থাকতে বললেন এ কোচ।
বুধবার রাতে দোহার ৯৭৪ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের 'সি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় শিরোপাপ্রত্যাশী দলটি। গোটা ম্যাচেই দাপট দেখায় স্কালোনির শিষ্যরা। যদিও গোলদুটি আসে দ্বিতীয়ার্ধে। আলেক্সিস ম্যাক অ্যালিস্তার ও হুলিয়ান আলভারেজের গোল করেন। তবে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো তারা। যদি না অধিনায়ক লিওনেল মেসি পেনাল্টি মিস না করতেন।
তবে শেষ পর্যন্ত এমন দাপুটে জয়ে প্রত্যাশা পারদ এখন অনেক উঁচুতে আর্জেন্টিনার। কেউ কেউ তো শিরোপা স্বপ্নে বিভোর। তবে তাদের সবাইকে পা মাটিতেই রাখতে বললেন কোচ স্কালোনি, 'আমরা ভালো একটি ম্যাচ খেলেছি এবং এখন আমাদের এভাবেই খেলে যেতে হবে। তবে আমরা ফেভারিট নই, এখনও একই রকমই রয়েছি। তারা সবাই কঠিন, আমরা সৌদি আরবের বিপক্ষেই এটি দেখেছি। এটা (নিজেরা ফেভারিট) সম্পূর্ণ ভুল। এমন না যে এই জয়ে আমরা চ্যাম্পিয়ন হতে চলেছি। এটা ঠিক না।'
সৌদি আরবে বিপক্ষে হারের উদাহরণ টেনে কোচ জানালেন অস্ট্রেলিয়াও চমকে দিতে পারে। তাই শিষ্যদের সাবধান থাকার আহ্বান জানান তিনি, 'আমরা সন্তুষ্ট, তবে কাজগুলো সহজ নয়। এই বিশ্বকাপে সব দলই কঠিন। সৌদি আরব আমাদের হারিয়ে দিয়েছে, কেউ কি এমনটা প্রত্যাশা করেছিল? আপনি যদি মনে করেন অস্ট্রেলিয়া সহজ হবে তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এই বিশ্বকাপে কঠিন দলের বিপক্ষে জয় তুলে তারা দেখিয়ে দিয়েছে। তাই প্রতিপক্ষকে মূল্যায়ন করতে হবে। তবে আজ আমরা যেভাবে খেলেছি এভাবে খেলতে পারলে ফলাফল আমাদের দিকেই আসবে।'
তাই এখন কেবল অস্ট্রেলিয়াকে নিয়েই ভাবছেন আর্জেন্টাইন কোচ। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামার আগে মাত্র দুই দিন সময় পাওয়ায় কিছুটা হলেও দুশ্চিন্তায় তিনি, 'আমাদের এখন প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করতে হবে, কীভাবে তাদের আঘাত করা যায় তাও আমাদের ভাবতে হবে। আমরা আজ খুশি কিন্তু আমি উচ্ছ্বসিত হতে চাই না, কারণ আমি মনে করি এটা কিছুটা পাগলাটে হবে যে, আমরা এই গ্রুপের বিজয়ী হওয়া সত্ত্বেও মাত্র দুই দিনের মধ্যেই পরের ম্যাচ খেলতে যাচ্ছি। আমি এটা বুঝতে পারছি না কেন? এরমধ্যেই এখন বৃহস্পতিবার এবং আমাদের কাছে মাত্র দুই দিন সময় রয়েছে। এবং তারপরেই আমাদের এটা খেলতে হবে।'
Comments