মেসির 'পেনাল্টি মিসে' আশার আলো আর্জেন্টিনা শিবিরে
পোল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি যখন পেনাল্টি মিস করেছেন, তখন যেন পুরো স্তব্ধ হয়ে যায় গোটা আর্জেন্টিনা শিবির। বাঁচামরার লড়াইয়ে দুর্ভাগ্যের ছায়াই বুঝি পড়ল তাদের উপর। কারণ বিশ্বকাপে এবার পেনাল্টি মিস করে জয়ের নজির নেই কোনো দলের। কিন্তু ম্যাচটা যে জিততেই হবে মেসিদের। কিন্তু তিনি পেনাল্টি মিস করায় দলের সবার এগিয়ে আশা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন অধিনায়ক।
বুধবার রাতে দোহার ৯৭৪ স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির সেই পেনাল্টি মিসের পর দ্বিতীয়ার্ধে আলেক্সিস ম্যাক আলিস্তার ও হুলিয়ান আলভারেজের গোলে জয় মিলেছে তাদের। যদিও শেষ পর্যন্ত দেখা গিয়েছে ড্র হলেও নকআউটের টিকিট পেত তারা। তবে তখন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে হতো শক্তিশালী ফ্রান্সের।
তবে পেনাল্টি মিসে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি আর্জেন্টিনার জন্য। মেসির সতীর্থরা উদ্ধার করেছেন দলকে। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে দলটি। এড়ানো গিয়েছে
বর্তমান চ্যাম্পিয়নদের, যা নিঃসন্দেহে বড় স্বস্তি আর্জেন্টিনার জন্য। যারা আসর জুড়ে বেশ দারুণ ছন্দে খেলেছে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল তিউনিসিয়ার কাছে হেরেছে ফ্রান্স, কিন্তু সে ম্যাচে বেঞ্চের শক্তি যাচাই করতে চেয়েছিল দলটি।
ম্যাচ শেষ পেনাল্টি মিস নিয়ে মেসি বলেছেন, 'পেনাল্টিটা মিস করে আমার এখনো রাগ হয়েছে। তবে ওই ভুলের পর কিন্তু দলের মনোবল বাড়ে। সবারই বিশ্বাস করে যে আমরা জিততে পারব। যে কোনো মুহূর্তে গোল আসবে। গোলটা পাওয়ার পর আমরা যেভাবে চেয়েছি ম্যাচটা সেভাবেই এগিয়েছে।'
Comments