পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তন

পোল্যান্ডের বিপক্ষে বাঁচামরার ম্যাচে পরিবর্তন আসবে এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। পরিবর্তনও এসেছে চারটি। প্রথম একাদশে ফিরেছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনা। এছাড়া একাদশে নেওয়া হয়েছে এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজও।

সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর মেক্সিকো ম্যাচ পাঁচটি পরিবর্তন এনেছিল আর্জেন্টিনা। এদিন চার পরিবর্তনেও জায়গায় হয়নি লিয়েন্দ্রো পারাদেসের। আলোচনায় থাকলেও পাওলো দিবালাকে নেওয়া হয়নি এদিনও।

বুধবার দোহার স্টেডিয়াম ৯৭৪'য়ে ফিফা বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। বাংলাদেশ সময় রাত একটায় গড়াবে ম্যাচটি।

সৌদি আরবের বিপক্ষে রক্ষণভাগে কিছু ভুল করায় মেক্সিকোর বিপক্ষে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছিলেন স্কালোনি। এদিন তাকে ফিরিয়েছেন। সেন্টার-ব্যাকে নিকোলাস ওতামেন্দির সঙ্গী হবেন তিনি। রাইটব্যাকে মলিনাও ফিরেছেন। ফলে বাদ পড়েছেন গঞ্জালো মন্তিয়েল ও লিসান্দ্রো মার্তিনেজ।

মাঝমাঠে রদ্রিগো দি পল ও আলেক্সিস ম্যাক আলিস্তারের সঙ্গে এদিন প্রথম একাদশে খেলবেন এঞ্জো। আগের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত একটি গোল দিয়েছিলেন তিনি। আক্রমণ ভাগে অধিনায়ক লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া আছেন। তবে অফফর্মে থাকা লাউতারো মার্তিনেজকে বাদ দিয়ে আলভারেজ নেওয়া হয়েছে একাদশে।

'সি' গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান আর্জেন্টিনার। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে তিনে আছে সৌদি আরব। তলানিতে থাকা মেক্সিকোর পয়েন্ট ১। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা রয়েছে চারটি দলেরই। তবে পোলিশদের বিপক্ষে জিতলে কোনো সমীকরণই দেখতে হবে না আর্জেন্টিনাকে। হারলে বিদায়। তবে ড্র করলে মিলতে হবে নানা হিসেব।

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস আকুনিয়া, এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক আলিস্তার, লিওনেল মেসি (অধিনায়ক), আনহেল দি মারিয়া ও হুলিয়ান আলভারেজ।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

53m ago