'মেসির শেষ বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিদায় দেখাটা হবে যন্ত্রণাদায়ক'

ছবি: এএফপি

অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবেই কাতারে পা রেখেছে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারে তাদের স্বপ্ন ছোঁয়ার পথটা হয়ে গেছে ভীষণ কঠিন। দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়েই এখন সংশয়ের মধ্যে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দলটির সাবেক তারকা পাবলো জাবালেতার মতে, লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনার বিদায় দেখা হবে বেদনার।

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে মরুর বুকে ফুটবলের মহাযজ্ঞে খেলতে গিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। তাদের সঙ্গী হয়েছিল গত বছর কোপা আমেরিকার শিরোপা জয়ের সুখস্মৃতিও। তবে প্রথম ম্যাচেই হোঁচট খায় তারা। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ঘুরে দাঁড়িয়ে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতলেও শেষ ম্যাচে কঠিন সমীকরণের মুখোমুখি লাতিন আমেরিকার দলটি।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় 'সি' গ্রুপের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিতলে শেষ ষোলো নিশ্চিত হবে আর্জেন্টিনার। ড্র করলেও সুযোগ থাকবে। তবে সেটা নির্ভর করবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলাফলের ওপর। আর হেরে গেলে নিশ্চিতভাবেই ধরতে হবে দেশের বিমান। আর ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপও এটি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে প্রকাশিত নিজের কলামে প্রাক্তন ডিফেন্ডার জাবালেতা লিখেছেন, 'তার (মেসির) সম্ভাব্য শেষ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনার বিদায় দেখাটা খুবই ভয়ানক ও যন্ত্রণাদায়ক সমাপ্তি হবে। আমরা এখনও শেষ ষোলোতে পা রাখিনি। (এটা) নিশ্চিত করতে এখন আমাদের আবার জিততে হবে, এবার পোল্যান্ডের বিপক্ষে।'

তবে রবার্ত লেভানদোভস্কিরা যে ছেড়ে কথা বলবেন না সেটা জানা আছে আর্জেন্টিনার হয়ে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলা তারকার, 'এটা সহজ হবে না। (আমাদের) দলটার এখনও অনেক উন্নতির প্রয়োজন আছে। কিন্তু আশা করি, মেক্সিকোকে হারানোর পর আমাদের কিছুটা আত্মবিশ্বাস জন্মেছে।'

সৌদি আরবের বিপক্ষে হারের ক্ষতে মেক্সিকোর বিপক্ষে জয় প্রলেপ দিয়েছিল বলে উল্লেখ করেছেন জাবালেতা, 'সৌদি আরবের বিপক্ষে হারের পর আমাদের ওপর অনেক চাপ ছিল। (মেক্সিকোর বিপক্ষে জয়ের পর) সেই প্রশান্তি সবার জন্য ছিল, দলের সবার জন্য এবং আমাদের সকল ভক্তের জন্য, তবে বিশেষ করে, মেসির জন্য।'

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

52m ago