মেসিকে থামানোর উপায় বের করা সম্ভব না বলছেন পোলিশ কোচ
কোনো মতে ড্র করতে পারলেই নকআউট পর্ব। সেই ১৯৮৬ সালের পর। আর এ কাজে তাদের সবচেয়ে বড় বাধা লিওনেল মেসি। হালের অন্যতম সেরা এ খেলোয়াড় একাই পারেন যে কোনো ম্যাচের ভাগ্য বদলে দিতে। তাই আলাদা করে তাকে নিয়ে ভাবতেই হয় কোচদের। কিন্তু তাকে থামানোর উপায় নিজেতো দূরের কথা কেউ জানে না বলেই মনে করেন পোল্যান্ডের কোচ চেসলাভ মিকনিয়েভিচ।
দোহার স্টেডিয়াম ৯৭৪'য়ে আজ বুধবার রাতে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে পোল্যান্ড। দুই রাউন্ড শেষে 'সি' গ্রুপের সমীকরণটা বেশ জটিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে রয়েছে পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান আর্জেন্টিনার। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে তিনে আছে সৌদি আরব। তলানিতে থাকা মেক্সিকোর পয়েন্ট ১। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা রয়েছে চারটি দলেরই।
তবে আর্জেন্টিনা ম্যাচের আগে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে পোল্যান্ড। কারণ ড্র হলেই চলবে। অন্যদিকে ড্র করলে সুযোগ থাকলেও অনেক সমীকরণ মিললেই নিশ্চিত হবে আর্জেন্টিনার নকআউট পর্ব। মেক্সিকো-সৌদি আরব ম্যাচটাও সমতায় শেষ হওয়ার প্রত্যাশা করতে হবে। অথবা সৌদি আরবকে কম ব্যবধানে মেক্সিকো হারালেও চলবে। কিন্তু এতো সমীকরণের সামনে যেতে চাইবে না মেসিরা। তাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দলটি।
সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই মেসিকে থামানোর পরিকল্পনার কথা জানতে চাইলেন সাংবাদিকরা। উত্তরে পোলিশ কোচ মিকনিয়েভিচ বলেন, 'এটা দারুণ একটি প্রশ্ন, কীভাবে লিওনেল মেসিকে থামানো যায়? আমি মনে করি পুরো বিশ্ব গত ১৮ বছর ধরে এই সম্পর্কে ভাবছে। আমার মনে হয় না, সে যতদিন খেলছে, ততদিন আমরা এটা বের করতে পারব।'
বিশ্বকাপে এর আগে নিজেদের মধ্যে মুখোমুখি লড়াইয়ে একটি করে জয় দুই দলেরই। যদিও সবমিলিয়ে দুই দল মোট ১১ বারের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে ছয় বার, কিন্তু দুই দলের সবশেষ ম্যাচে জিতেছে পোল্যান্ড। ২০১১ সালে একটি প্রীতি ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতেছিল তারা। তবে এবার লড়াইটা প্রীতি ম্যাচ নয় তা জানিয়ে দিলেন পোলিশ কোচ, 'এটা প্রীতি ম্যাচ নয়। এটা দুই দলের লড়াই, যেখানে উভয়েরই সামনে বিশ্বকাপে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।'
Comments