এমবাপের ‘ইগো’ সমস্যা নেই, জানালেন দেশম

mbappe

অস্ট্রেলিয়া ও ডেনমার্ককে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোল ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে শিরোপাধারী ফ্রান্স। তিউনিসিয়ার বিপক্ষে শেষ ম্যাচে তাই একাদশে কিছু বদল আনতে পারেন কোচ দিদিয়ের দেশম। বিশ্রাম দেওয়া হতে পারে ফর্মে থাকা কিলিয়ান এমবাপেকেও। আর সেই সিদ্ধান্ত নেওয়া হলে পিএসজি তারকা সেটা মেনে নেবেন বলেই বিশ্বাস দেশমের।

২০১৮ বিশ্বকাপে চার গোল করে ফরাসিদের শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন এমবাপে। চলতি বিশ্বকাপেও দেখা মিলছে তার চেনা রূপের, দুই ম্যাচ খেলে এরই মধ্যে তিনবার বল রেখেছেন প্রতিপক্ষের জালে। ফলে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসরে মাত্র নয় ম্যাচ খেলে সাত গোল এমবাপের নামের পাশে। অন্যদিকে দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো দুজনেরই বিশ্বকাপের গোলসংখ্যা আট। ফলে বুধবার 'ডি' গ্রুপের ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে গোল পেলে এই দুই কিংবদন্তিকে ছুঁয়ে ফেলার ও ছাড়িয়ে যাওয়ার সুযোগও থাকছে ২৩ বছর বয়সী তারকার সামনে।

এমন হাতাছানি সামনে থাকায় স্বাভাবিকভাবেই খেলতে চাইবেন এমবাপে। তবে চাইলেও দলের সবার পক্ষে একটি ম্যাচ শুরু করা সম্ভব না বলে মত দিয়েছেন দেশম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ৫৪ বছর বয়সী এই কোচ বলেন, 'সে (এমবাপে) আগামীকাল খেলতে চায় কিন্তু তাদের (দলের) সবাই ম্যাচটি শুরু করতে পারবে না, এটাই স্বাভাবিক।'

তবে ম্যাচটি শুরু না করার ব্যাপারে এমবাপেকে মানাতে পারবেন কিনা এমন প্রশ্ন দেশম বলেন, 'তার ফিটনেস ঠিক আছে তাই সেটা আমাদের সামলাতে হবে না। সুতরাং আপনি বলছেন তার "ইগোকে" আমাদের সামলাতে হবে। আপনারা এটার ব্যাপারে কতটুকু জানেন? আমি জানি কিন্তু আপনারা জানেন না। এটা সত্য নয়, কিলিয়ানের তেমন ইগো নেই। সে একজন কার্যকরী খেলোয়াড় কিন্তু দলীয় খেলোয়াড়ও। অবশ্যই সে একজন তারকা কিন্তু তার বয়স এখন আর ১৮ নেই। সে এখন আগের চেয়ে অভিজ্ঞ।'

ফরাসিদের নকআউট যাত্রা নিশ্চিত হলেও তিউনিসিয়ার ভাগ্য ঝুলে রয়েছে। দেশমের শিষ্যদের হারাতে পারলেও তাদের প্রার্থনা করতে হবে ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের জন্য। সেই সঙ্গে আসবে গোল ব্যবধানের জটিল সমীকরণও।

Comments

The Daily Star  | English

Dhaka slams desecration of nat’l flag in Kolkata

The government yesterday strongly condemned the desecration of Bangladesh’s national flag and the burning of Chief Adviser Prof Muhammad Yunus’s effigy in Kolkata as “deplorable acts”.

3h ago