লেভানদোভস্কির গোলখরা কাটার ম্যাচে সৌদি আরবের হার

ছবি: এএফপি

জিতলেই প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট মিলত সৌদি আরবের। সেই লক্ষ্যে উজ্জীবিত ফুটবল আগের ম্যাচে আর্জেন্টিনাকে চমকে দেওয়া দলটি। কিন্তু পোল্যান্ডের গোলরক্ষক ভোইচেখ শেজনির দৃঢ়তায় বারবার হতাশ হতে হলো তাদের। সৌদির আধিপত্যের মাঝে পাল্টা-আক্রমণে ভালো ভালো সুযোগ তৈরি করল পোলিশরা। দুবার গোলপোস্ট তাদের বাধা দিলেও পিওতর জিয়েলিন্সকি ও রবার্ত লেভানদোভস্কির লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ল তারা।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়েছে পোল্যান্ড। প্রথমার্ধে জিয়েলিন্সকি ও দ্বিতীয়ার্ধে লেভানদোভস্কি জালের ঠিকানা খুঁজে নেন। বিরতির ঠিক আগে সালেম আল-দাওসারির পেনাল্টি রুখে দিয়ে শেজনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

হেরে গিয়ে হার্ভে রেনার্ডের শিষ্যদের নকআউটে যাওয়ার অপেক্ষা বাড়ল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখা পোল্যান্ড নিজেদের পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

সৌদি আরবের রক্ষণের ভুলে ম্যাচের শেষদিকে বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলের দেখা পেলেন লেভানদোভস্কি। মেক্সিকোর বিপক্ষে আগের ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন তিনি। রাশিয়াতে আগের আসরের গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলেও নিশানা ভেদ করতে ব্যর্থ হয়েছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।

ম্যাচের ৬৪ শতাংশ সময় বল পায়ে রাখা সৌদি গোলমুখে ১৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে পাঁচটি। অন্যদিকে, গোলমুখে পোলিশদের নয়টি শটের তিনটি ছিল লক্ষ্যে।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে সৌদি আরব। ম্যাচের ১৪তম মিনিটে তারা ভীতি ছড়ায় পোল্যান্ডের রক্ষণে। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আক্রমণে ওঠেন মোহাম্মেদ কান্নো। তার নেওয়া শট এক হাতে রুখে স্কোরলাইনে বদল আনতে দেননি শেজনি।

জেস্ল মিকনিয়েভিচের শিষ্যরা পরের কয়েক মিনিটে সৌদির আক্রমণ সামলাতে হিমশিম খায়। স্নায়ুচাপে ভুগে বেশ কিছু ভুল করে বসে তারা। ফলে চার মিনিটের মধ্যে হলুদ কার্ড দেখেন তিন জন। তারা হলেন ইয়াকব কিভিওর, ম্যাটি ক্যাশ ও আরকাদিউশ মিলিক।

২৬তম মিনিটে সুযোগ তৈরি করে পোলিশরা। জিয়েলিন্সকির কর্নারে হেড করেন ক্রিস্টিয়ান বিয়েলিক। তবে বল বিপদমুক্ত করে সৌদির জাল অক্ষত রাখেন সালেহ আল-শেহরি।

ধারার বিপরীতে ৪০তম মিনিটে লিড পেয়ে যায় পোল্যান্ড। বার্সেলোনা স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি ডান প্রান্ত দিয়ে স্কয়ার পাসে ডি-বক্সে খুঁজে নেন জিয়েলিন্সকিকে। আত্মবিশ্বাসের সঙ্গে বল জালে পাঠান নাপোলি মিডফিল্ডার।

পাঁচ মিনিট পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করেন আল-দাওসারি। স্পট-কিক থেকে শেজনিকে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি। ডানদিকে ঝাঁপিয়ে নিচু শট আটকে দেন পোলিশ গোলরক্ষক। আলগা বলে শট মোহাম্মেদ আল-বুরাইকের শটও ঠেকিয়ে ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠান তিনি।

ম্যাচের ৫৬তম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে সৌদি আরব। জটলার ভেতর কাছ থেকে আল-দাওসারি নেন শট। কিন্তু শেজনির সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেননি। বল পা দিয়ে রুখে দেন জুভেন্তাস গোলরক্ষক।

সাত মিনিট পর অল্পের জন্য ব্যবধান দ্বিগুণ হয়নি পোল্যান্ডের। ডান দিক থেকে সতীর্থের ক্রসে খুব কাছ থেকে নেওয়া মিলিকের দারুণ হেড লাগে ক্রসবারে। খানিক বাদে ভাগ্য বঞ্চিত করে লেভানদোভস্কিকেও। তার প্রচেষ্টা সৌদি আরব গোলরক্ষক মোহাম্মেদ আল ওয়াইসের পা ছুঁয়ে পোস্টে বাধা পায়।

গোল শোধে মরিয়া হয়ে ওঠা সৌদি বিশাল ভুল করে বসে ৮২তম মিনিটে। আব্দুলেলাহ আল মালকি ডি-বক্সের ঠিক বাইরে বল নিয়ন্ত্রণে ব্যর্থ হন। বল পেয়ে ঠাণ্ডা মাথায় ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। আল ওয়াইস পারেননি বল জালে পৌঁছান ঠেকাতে। শেষদিকে আরেকটির সুযোগ পান লেভানদোভস্কি। কিন্তু তার প্রচেষ্টা অসাধারণভাবে আটকান সৌদি গোলরক্ষক।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে আছে পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সৌদি আরব। এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে মেক্সিকো। সবার নিচে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনার নামের পাশে কোনো পয়েন্ট নেই। বাঁচা-মরার লড়াইয়ে দিনের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে মেক্সিকানদের।

Comments

The Daily Star  | English

Daily Star’s photo exhibition ‘36 Days of July -- Saluting The Bravehearts’ begins

The event began with a one-minute silence to honour the students and people, who fought against fascism

1h ago