আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা
বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।
মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।
পোল্যান্ড বনাম সৌদি আরব
আর্জেন্টিনার বিপক্ষে আগে ম্যাচটা দারুণ খেলেছে সৌদি আরব। ডিফেন্স ছিল নিখুঁত। তবে আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে ভালো খেলেছে যে ডিফেন্ডার, ও কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এটা বড় ক্ষতি। পোল্যান্ড আগের দিন ভালো খেললেও মেক্সিকোকে হারাতে পারেনি। পেনাল্টিও মিস করেছে। এদিন চাইবে জয় তুলে নিতে। ভালো লড়াই হবে। তবে শেষ পর্যন্ত পোল্যান্ডই জিতে যেতে পারে।
আর্জেন্টিনা বনাম মেক্সিকো
আর্জেন্টিনার জন্য তো অস্তিত্ব রক্ষার লড়াই। এই ম্যাচ হারলেই বিদায়। ডিফেন্সে আগের দিন যে ভুল হয়েছে আজ এমনটা করা যাবে না। মেক্সিকো কিন্তু ওইদিন পোল্যান্ডের সঙ্গে ড্র করলেও অসাধারণ খেলেছে। এদিনও এমন খেললে আর্জেন্টিনার খবর রয়েছে। তবে আমার মনে হচ্ছে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে। আজকে জিতবে।
তিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়া
ডেনমার্ক টুর্নামেন্টের অনেক ভালো একটা দল। তাদের কিন্তু সেদিন আটকে দিয়েছে তিউনিসিয়া। একটু এদিক সেদিক হলে জিততেও পারতো। অস্ট্রেলিয়া অবশ্য আগের ম্যাচে সুবিধা করে উঠতে পারেনি। কিন্তু ম্যাচটা ছিল ফ্রান্সের বিপক্ষে। অন্যতম শক্তিশালী একটা দল। গতবারের চ্যাম্পিয়ন। তাই আমি এই ম্যাচে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছি।
ফ্রান্স বনাম ডেনমার্ক
ফ্রান্স তো বর্তমান চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের শুরুটাও করেছে চ্যাম্পিয়নদের মতো। কতগুলো খেলোয়াড় ইনজুরিতে পড়ে বাদ হয়ে গেছে। কিন্তু খেলা দেখে কি বোঝার উপায় আছে যে কোনো ঘাটতি আছে। সব দিকেই ব্যালেন্সড। ডেনমার্কও অনেক ভালো দল। যদিও আগের ম্যাচে ততোটা ভালো খেলতে পারেনি তবে আমার ধারণা ওরা ঘুরে দাঁড়াবে। আশা করছি সমান সমান লড়াই দেখব।
Comments