খেলার ধরনে পরিবর্তন আনবে না আর্জেন্টিনা
অপেক্ষাকৃত দুর্বল সৌদি আরবের কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে আর্জেন্টিনা। ম্যাচে হারের সঙ্গে খেলার ধরনে সন্তুষ্ট করতে পারেনি দলটি। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভিন্ন আর্জেন্টিনাকে দেখা না গেলে বিদায় ঘণ্টা বেজে যেতে পারে মেক্সিকো ম্যাচেই। তবে সে ম্যাচে নিজেদের খেলার ধরনে কোনো পরিবর্তন আনতে চান না বলেই জানালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
আগামীকাল শনিবার ফিফা বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরবর্তী রাউন্ডে উঠতে সমীকরণটা নিজেদের হাতে রাখতে হলে এ ম্যাচে জিততেই হবে তাদের। অন্যথায় ভাগ্য ঝুলে যাওয়ার পাশাপাশি টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে আলবিসেলেস্তেদের।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'আমরা (সৌদি) আরবের বিপক্ষে ম্যাচটি দেখেছি এবং যৌক্তিকভাবে আমরা এরমধ্যেই মেক্সিকোকে নিয়ে ভাবছি যা ভিন্ন হতে যাচ্ছে। তবে দলের খেলার ধরণ একই রকম থাকছে। মঙ্গলবার যা ঘটেছে তার কারণে আমরা আমাদের খেলার পদ্ধতি পরিবর্তন করছি না। এটাই, আমরা খুব পরিষ্কার। মেক্সিকোর বিপক্ষে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং ভাবতে হবে যে আমরা জিততে যাচ্ছি।'
তবে একদশ নির্বাচনে কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টাইন কোচ, 'আমরা একাদশ নির্ধারণ করতে পারি, কিন্তু খেলার পদ্ধতি একই থাকছে।'
নিজেদের পরিকল্পনায় অটল থেকে দলটি ঘুরে দাঁড়াতে সক্ষম বলে বিশ্বাস করেন এ আর্জেন্টাইন কোচ, 'এই হার নিঃসন্দেহে প্রভাবিত করেছে। তবে আপনি যখন কোনো আঘাত পান, আপনাকে যা করতে হবে তা হল ঘুরে দাঁড়াতে হবে এবং এই দলটি ঘুরে দাঁড়াতে সক্ষম। আমার কোনো সন্দেহ নেই যে এ দল ঘুরে দাঁড়াবে। আমরা কিছু বিকল্প খুঁজছি, কিন্তু আমাদের খেলার পদ্ধতিতে নয়। এটা সম্ভব যে আমরা কিছু পরিবর্তন করব, আমরা আজ সিদ্ধান্ত নেব।'
নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিততে না পারলেও দারুণ গতিময় ফুটবল উপহার দিয়েছে মেক্সিকো। তাই দলটি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন স্কালোনি, 'মেক্সিকো একটি খুব ভাল দল। তারা আক্রমণাত্মক খেলে এবং তাদের দুর্দান্ত একজন কোচ রয়েছে যার খুব স্পষ্ট ধারণা রয়েছে। তবে আমাদের খেলার একটি পদ্ধতি রয়েছে এবং আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে না। আরবের বিপক্ষে যেভাবে পরিকল্পনা করেছিলাম একইভাবে চলতে হবে এবং মুখোমুখি হতে হবে।'
Comments