৪ ওভারই মেডেন নিয়ে লোকি ফার্গুসনের ইতিহাস

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ চার ওভার বল করার সুযোগ পেয়ে থাকেন একজন বোলার। তার সবগুলোই মেডেন নিয়েছেন লোকি ফার্গুসন। ২৪ বল করে কোনো রান না দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে নতুন এক রেকর্ড করেছেন নিউজিল্যান্ডের এই পেসার। তাতে ভেঙে দিয়েছেন অনেক রেকর্ড।

আজ সোমবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাপুয়া বিপক্ষে মাঠে নামে নিউজিল্যান্ড। সেখানে সহযোগী দেশটিকে ৭৮ রানে গুটিয়ে দেওয়ার মাঝে ৪ ওভার বল করে কোনো রানই দেননি ফার্গুসন। পেয়েছেন তিনটি উইকেট।

সকালেই নেপালের বিপক্ষে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব গড়েছিলেন অনন্য এক রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে সর্বোচ্চ ২১টি ডট দেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। তবে সে রেকর্ড টিকতে দিলেন না ২৪ ঘণ্টাও। ভেঙে দিয়ে ২৪টি ডট দিলেন এই কিউই তারকা।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নজির প্রথমবার হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন নয়। এর আগে ২০২১ সালের নভেম্বরে পানামার বিপক্ষে মাঠে নেমে চার ওভারের সবগুলোই মেডেন নিয়েছিলেন কানাডার সাদ বিন জাফর। তবে সেবার চার ওভার বল করে ২টি উইকেট পেয়েছিলেন তিনি। সেখানে এক কাঠি এগিয়ে ফার্গুসন। তিনি পেয়েছেন ৩টি উইকেট।

একই সঙ্গে রেকর্ড হয়েছে আরও একটি। সবচেয়ে কম রান খরচ করে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ফার্গুসন। এর আগে কোনো রান না দিয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেওয়ার নজির ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। সেই কীর্তিও পাঁচটি- কানাডার জাফর, থাইল্যান্ডের কোয়েটজি, কেনিয়ার মুতুয়া এবিং জাপানের তানিয়ামা করেছেন দুইবার। 

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

1h ago