ফ্লোরিডার বন্যায় যে সমীকরণে দাঁড়িয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র

প্রথম দুই ম্যাচ হেরে যাওয়া পাকিস্তান অন্যদের দিকেই তাকিয়ে আছে এখন। বাবর আজমের দলকে শুধু যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের কথা ভাবলে চলছে না। তাদের চোখ রাখতে হবে ফ্লোরিডার আকাশের দিকেও। ফ্লোরিডার আবহাওয়াই নির্ধারণ করে দিতে পারে এ গ্রুপের দলগুলোর ভবিষ্যৎ।

এ গ্রুপের বাকি তিন ম্যাচ হবে ফ্লোরিডায়। যেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে গত মঙ্গলবার থেকে। এর আগে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আজ (শুক্রবার) যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। সারাদিন ধরেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ কারণে প্রতিকূল আবহাওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হওয়ার জোরালো আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি না হলে খেলার সুযোগ দেখছেন যুক্তরাষ্ট্রের ওপেনার স্টিভেন টেইলর, 'এই স্টেডিয়ামে ড্রেনেজ ব্যবস্থা ভালো৷ তো আমরা সবসময় আশা করছি যে ম্যাচের দিন বৃষ্টি না হলে, ক্রিকেট খেলা যাবে৷'

পয়েন্ট ভাগাভাগি করতে হলে যুক্তরাষ্ট্র যদিও খুশিই হবে। আর সেটি হলে আয়ারল্যান্ডের চেয়েও বেশি দুঃখ হবে পাকিস্তানের। এতে বিদায় নিশ্চিত হয়ে যাবে একবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির।

বাবর আজমের দল এই মুহূর্তে ৩ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। তাদের নেট রানরেট ০.১৯১। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট, যদিও তাদের নেট রানরেট পাকিস্তানের চেয়ে কম (০.১২৭)। অবশ্য নেট রানরেটের প্রভাব পড়বে না, ম্যাচের ফলই নির্ধারণ করে দিবে দুই দলের গতিপথ।

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচে মোনাঙ্ক প্যাটেলের দল জিতে গেলে সুপার এইটে চলে যাবে তারা। ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেলেও ৫ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গে এ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে যুক্তরাষ্ট্র। আমেরিকা মহাদেশের দেশটি শুধু হেরে গেলেই পাকিস্তানের আশা বেঁচে থাকে। সেক্ষেত্রে পাকিস্তানে তাদের সবশেষ ম্যাচে জয় পেলে ৪ পয়েন্ট নিয়ে জায়গা করে নিবে সুপার এইটে।

কিন্তু আইরিশদের বিপক্ষে তাদের ১৬ তারিখের ম্যাচও ভেস্তে গেলে বিদায় নিতে হবে পাকিস্তানকে। আগামী তিনদিনই ফ্লোরিডায় ভারী বৃষ্টি হতে পারে। তবে আজকের ম্যাচে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হলে পাকিস্তানের সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে যাবে আয়ারল্যান্ডেরও।

নেট রানরেটে বেশ পিছিয়ে থাকায় আয়ারল্যান্ড ও কানাডার সম্ভাবনা ক্ষীণ। তবে কাগজ-কলমে সুপার এইটের লড়াইয়ে এখনো টিকে আছে দল দুটি। ২ ম্যাচে পল স্টার্লিংয়ের দল জিততে পারেনি একটিতেও। আর সাদ বিন জাফরের নেতৃত্বে কানাডা ৩ ম্যাচের মধ্যে জিতেছে একটিতে। গ্রুপ পর্বে তাদের সবশেষ ম্যাচ ভারতের বিপক্ষে আগামীকাল ফ্লোরিডায়।

Comments

The Daily Star  | English

Fire service & civil defence: High-risk job, low pay

Despite risking their lives constantly in the line of duty, firefighters are deprived of the pay enjoyed by employees of other departments, an analysis of their organograms shows.

5h ago