দারুণ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে বড় লিড পাইয়ে দিলেন হেড

পার্থে তার দল হারলেও ব্যাটিংয়ে অবদান রেখেছিলেন ট্রেভিস হেড। বাঁহাতি এই ব্যাটার দারুণ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে সিরিজে ফেরার রাস্তা করে দিলেন। তার ইনিংসে ভর করে দেড়শো ছাড়ানো লিড পেয়ে গেল স্বাগতিক দল।
অ্যাডিলেডে দিবারাত্রির গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে ৩৩৭ রান করে অস্ট্রেলিয়া, লিড পায় ১৫৭ রানের। দলকে শক্ত জায়গায় নিতে আগ্রাসী মেজাজে ১৪১ বল ১৪০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন হেড। ১৭ চারের সঙ্গে মারেন ৪ ছক্কা।
১ উইকেট ৮৬ রান নিয়ে নেমে দিনের শুরুতেই ন্যাথান ম্যাকসুয়েনি ও স্টিভেন স্মিথের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুই উইকেটই নেন জাসপ্রিট বুমরাহ। মারনাশ লাবুশানেকে নিয়ে এই ধাক্কা সামাল দেয়া শুরু করেন হেড। চতুর্থ উইকেটে ৬৫ রান আনার পর লাবুশানেকে হারায় অস্ট্রেলিয়া, এরপর মিচেল মার্শও দ্রুত ফিরে গেলে চাপে পড়েছিল অজিরা।
সেই চাপ প্রায় একা হাতে উড়িয়ে দিতে থাকেন হেড। সেঞ্চুরির আগে রবীচন্দ্রন অশ্বিনের বলে একবার জীবন পেয়েছিলেন। এটা বাদ দিলে তার ইনিংস প্রায় নিখুঁত। অবশ্য যেভাবে দ্রুত রান বাড়াচ্ছিলেন তাতে ঝুঁকি ছিলো অনেক। দলের রান তিনশো ছাড়ানোর পর ১৪০ করা হেড ফেরেন মোহাম্মদ সিরাজের বলে। নতুন বল নিয়ে সিরাজ-বুমরাহ মিলে স্বাগতিক ইনিংস এরপর বড় হতে দেননি বেশি।
তবে হেডের ব্যাটে অস্ট্রেলিয়া পেয়ে যায় জেতার ভিত। এখন ভারতের দ্বিতীয় ইনিংস কতটা দ্রুত মুড়ে দিতে পারেন মিচেল স্টার্করা তার উপর নির্ভর করছে বাকিটা। যদিও দেড়শোর বেশি রানে পিছিয়ে থাকা ভারতকে এই ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় ইনিংসে করতে হবে অভাবনীয় কিছু। যা কৃত্রিম আলোয় গোলাপি বলে মোটেও সহজ না, বরং বেশ কঠিন।
Comments