উইলিয়ামসনের ৭ রানের আক্ষেপ, বসিরের ৪ উইকেট
শুরুতে ধাক্কা খাওয়া নিউজিল্যান্ডকে টেনে নিলেন কেইন উইলিয়ামসন। দলের চাপে মাঝারি তিন জুটিতে গড়লেন প্রতিরোধ। থিতু হওয়া সতীর্থরা থামার পর উইলিয়ামসন নিজেও ফেরেন ৭ রানের আক্ষেপ নিয়ে। স্বাগতিক দলের মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে ধস নামিয়ে ইংল্যান্ডকে ম্যাচে রাখেন অফ স্পিনার শোয়েব বসির।
ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের প্রথম দিন শেষে দুই দলই সমান তালে। ৮ উইকেটে ৩১৯ রান তুলেছে কিউইরা। ১৯৭ বলে দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছেন উইলিয়ামসন। ৫৮ বলে ৪১ রান নিয়ে ক্রিজে আছেন গ্লেন ফিলিপস। ইংল্যান্ডের হয়ে ৬৯ রানে ৪ উইকেট পান বসির।
টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে টম ল্যাথামের সঙ্গে ৫৮ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেন উইলিয়ামসন। ৫৪ বলে ৪৭ করে ল্যাথাম ফেরার পর রাচিনের সঙ্গে জুটি পান সাবেক কিউই কাপ্তান। ১০৭ বলে দুজন মিলে যোগ করেন ৬৮ রান, পরে ড্যারেল মিচেলকে নিয়েও ৬৯ রান আনেন উইলিয়ামসন।
৩৪ করা রাচিনকে আউট করেন বসির। থিতু হয়ে মিচেল (১৯) ফেরেন ব্র্যান্ডন কার্সের বলে। তারা ফিরলেও ৩৩তম সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন উইলিয়ামসন। গাস অ্যাটকিনসনের বলে নব্বুইর ঘরে থামেন তিনি।
টম ব্ল্যান্ডেল, ন্যাথান স্মিথ, ম্যাট হেনরিদের দ্রুত তুলে নেন বসির। দিনের বাকি সময় নিউজিল্যান্ডকে টানেন ফিলিপস। ৫৮ বলে ৪১ করা এই ব্যাটার দ্বিতীয় দিনেও দলকে আরও এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবেন।
Comments