আফগানিস্তান সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা দেখেন না ফারুক
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে সংস্করণে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছা সাকিব আল হাসানের। সেই হিসেবে নভেম্বরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা, না খেলা ছিলো আলোচনায়। অবশেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই বিষয় কিছুটা স্পষ্ট করেছেন। অনুশীলন ঘাটতির কারণে সাকিবের এই সিরিজে খেলার সম্ভাবনা দেখছেন না তিনি।
আগামী ৬ নভেম্বর শারজায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব এই সিরিজে খেলবেন কিনা তা নিয়ে আগের দিনও প্রশ্ন করা হয়েছিলো ফারুককে। তখন তিনি সাকিবকে এভেইলেবল বলেছিলেন।
বুধবার চট্টগ্রামে সংবাদ মাধ্যমকে ফারুক জানালেন সাকিবের আসলে সম্ভাবনা নেই, 'সাকিব যখন চেষ্টা করছিল, আসতে পারছিল না, টেস্ট ম্যাচটা খেলতে পারল না। আমি কথা বলেছি তার সঙ্গে। ও অনুশীলনের মধ্যেও নাই। তার আসলে সময় দরকার। এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তার পরের সিরিজে খেলার অবস্থা মনে হচ্ছে নেই।'
ফারুক জানান সাকিবের মানসিক অবস্থা ও সামনের টানা খেলার ব্যাপারটাও মাথায় রাখছেন তারা, 'এটা পুরোপুরি তার মানসিক অবস্থার কারণে। সেই সঙ্গে একটা টি-টেন টুর্নামেন্ট আছে, খেলার অনাপত্তিপত্র এখনো যদিও আমরা দেইনি। এরপরে আমাদের খেলা আছে ওয়েস্ট ইন্ডিজের তিনটা ওয়ানডে আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আমার মনে হয় এই ট্যুরটা সে মিস করবে।'
Comments