শেষ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত

নাজমুল হোসেন শান্ত
ছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের বাংলাদেশ দলে এক ঝাঁক পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের জন্য রোববার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তসহ দলে ঢুকেছেন পাঁচজন। বাকিরা হলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলের সাতজন নেই এবারের স্কোয়াডে। তারা হলেন লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও খালেদ আহমেদ।

এদিন সকালে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, শেষ ওয়ানডে থেকে বিশ্রাম চেয়েছেন তামিম ও লিটন। তাদের প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। 

গত জুলাইয়ের পর তামিম প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে ব্যাট হাতে মাঠে নামেন আগের দিন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ বলে ৪৪ রান করেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। প্রায় ১৯ ওভার ক্রিজে টিকে থাকার আগে পুরো ৫০ ওভার ফিল্ডিংয়ে ছিলেন তিনি। তবে পিঠের চোট থেকে ফিরলেও সেখানে এখনও অস্বস্তি অনুভব করছেন তামিম। তাই বিশ্রাম চান তিনি।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করেন লিটন। কিছুদিন আগে ভোগা জ্বরের ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। জ্বর থেকে সেরে উঠে এশিয়া কাপের স্কোয়াডে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন তিনি। সেজন্য বিশ্রাম চান লিটন।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

54m ago