জিম আফ্রো টি-টেন লিগে খেলবেন মুশফিক
প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। সেখানে অংশ নেবেন বাংলাদেশের তারকা উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। খেলোয়াড় নিলামের আগেই তাকে দলভুক্ত করেছে জোবার্গ বাফেলোস।
আগামী ২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে জিম আফ্রো টি-টেন লিগের অভিষেক আসর। এর আগে প্লেয়ার্স ড্রাফট হবে ২ জুলাই। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। মুশফিকের বাফেলোস ছাড়া বাকি দলগুলো হলো হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স, বুলাওয়ায়ো ব্রেভস ও কেপ টাউন স্যাম্প আর্মি। আসরের সবগুলো ম্যাচের ভেন্যু জিম্বাবুয়ের হারারে।
অন্তত ১৬ জন করে খেলোয়াড় নিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে স্কোয়াড সাজাতে হবে। তাদের মধ্যে জিম্বাবুয়ের কমপক্ষে ছয়জন ক্রিকেটার থাকা বাধ্যতামূলক। এই ছয়জনের একজনকে নিতে হবে নিলামের ইমার্জিং খেলোয়াড় ক্যাটাগরি থেকে।
নিলামের আগেই চারজন করে মার্কি ক্রিকেটার সরাসরি নেওয়ার সুযোগ পেয়েছে দলগুলো। তবে সেই ২০ খেলোয়াড়ের মধ্যে জিম্বাবুয়ের আছেন কেবল একজন। তিনি হলেন ফর্মের চূড়ায় থাকা তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা।
ড্রাফটের আগে চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকা:
হারারে হারিকেনস: ওয়েন মরগ্যান (ইংল্যান্ড), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রবিন উথাপ্পা (ভারত);
কেপ টাউন স্যাম্প আর্মি: ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা), করিম জানাত (আফগানিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা);
ডারবান কালান্দার্স: আসিফ আলি (পাকিস্তান), সিসান্দা মাগালা (দক্ষিণ আফ্রিকা), জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা), হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান);
জোবার্গ বাফেলোস: ইউসুফ পাঠান (ভারত), মুশফিকুর রহিম (বাংলাদেশ), টম ব্যান্টন (ইংল্যান্ড), নুর আহমেদ (আফগানিস্তান);
বুলাওয়ায়ো ব্রেভস: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), অ্যাস্টন টার্নার (অস্ট্রেলিয়া), টাইমাল মিলস (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট (অস্ট্রেলিয়া)।
Comments