ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

১২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসর।
aynabaji

১২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসর।

জাতীয় জাদুঘর ও সেন্ট্রাল পাবলিক লাইব্রেরির মিলতানয়নে উৎসবটি চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

এবারের উৎসবে ৬৬টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশের ৩টি ছবি প্রর্দশিত হবে। এগুলোর মধ্যে রয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’, অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ ও বিজনের ‘মাটির প্রজার দেশে’।

১৯৯২ সাল থেকে রেইনবো চলচ্চিত্র সংসদ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজন করে আসছে। এ বছর উৎসবটির ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে।

 

Comments

The Daily Star  | English

Yunus calls for stronger Bangladesh-Maldives ties

Bangladesh Chief Adviser Professor Muhammad Yunus on Friday stressed the need for closer ties with the Maldives when he met Mohamed Muizzu, the president of the island nation, on the sidelines of the UN General Assembly at the UN Headquarters in New York

24m ago