গ্লোবাল সুপার লিগ: সুপার ওভারে হারল রংপুর
আইসিসির স্বীকৃত কোন আসর না, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গেও সম্পৃক্ততা নেই। তবু বাংলাদেশসহ পাঁচ দেশের ফ্র্যাঞ্চাইজি দল অংশ নিচ্ছে গ্লোবাল সুপার লিগ নামক আসরে। সেখানে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের রংপুর রাইডার্স সুপার ওভারে হেরেছে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হুকসের কাছে।
গতকাল গায়ানায় হ্যাম্পশায়ার নির্ধারিত ২০ ওভারে করে ১৩২ রান। পাকিস্তানের শান মাসুদ দলটির হয়েছে করেন ৪১ বলে সর্বোচ্চ ৫৬ রান। রংপুরের হয়ে ইংল্যান্ডের জ্যাক চ্যাপেল ২৩ রানে নেন ৫ উইকেট। যুক্তরাষ্ট্রে হারপ্রিত সিং পান ২ উইকেট।
জবাব দিতে নেমে স্টিভেন টেইলর আর সৌম্য সরকার মিলে এনেছিলেন ভালো শুরু। ওভার প্রতি রান আনছিলেন ১০ করে। পঞ্চম ওভারে ১২ বলে ২ চার, ২ ছক্কায় ২০ করে ফেরেন টেইলর। দলের হয়ে ২০ বলে সর্বোচ্চ ২৭ করে এরপর ফিরে যান সৌম্যও।
পরে আর কেউ ইনিংস টেনে নিতে পারেননি। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ বলে ২৪, খুশদিল শাহ ২০ বলে করেন ২৫ রান। রংপুর ২০ ওভারে ৮ উইকেটে থামে ওই ১৩২ রান। টাই হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে নেমে স্রেফ ১২ রান করে রংপুর। এই ১২ রান ডিফেন্ড করতে চ্যাপেলের হাতে বল দেন সোহান। প্রথম বলে ছক্কা খাওয়ার পর দ্বিতীয় বলে উইকেট পেয়েছিলেন তিনি। পরের দুই বলে আরও দুই সিঙ্গেলের পর পঞ্চম বলে ছক্কা মেরে খেলা শেষ করে দেন লিয়াম ডসন।
১ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে লড়বে রংপুর।
Comments