টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ 

India

ভারতের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ 

ভারতের ১৯৭ রান তাড়ায় কোন অভিপ্রায় দেখাতে পারল না বাংলাদেশ। রান তাড়ায় উদ্দেশ্যহীন থাকলেন বাংলাদেশের ব্যাটাররা। জাসপ্রিট বুমরাহ, কুলদীপ যাদবদের ছোবলের জবাব দিতে পারলেন না তারা। পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ করতে পারল স্রেফ  ১৪৬  । ৫০ রানের বিশাল বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিল নাজমুল হোসেন শান্তর দল। কাগজের হিসেবে টিকে থাকলেও বাস্তবে সম্ভাবনা আসলে নেই বললেই চলে

বড় হারের পথে বাংলাদেশ 

একের পর এক উইকেট পতনের স্রোত থামছে, রানের চাকাও মন্থর। জাসপ্রিট বুমরাহর বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন রিশাদ হোসেনও। ১০ বলে ৩ ছক্কায় ২৪ করেছেন তিনি। ১৩৮ রানে ৭ম উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

পারলেন না জাকেরও 

তাসকিন আহমেদের বদলে জাকির আলি অনিককে একাদশে রেখে লাভ হলো না। আর্শ্বদীপ সিংয়ের এই ব্যাটার তুলে মারতে গিয়ে দেন সহজ ক্যাচ। ১১০ রানে ৬ষ্ঠ উইকেট পড়েছে বাংলাদেশের। 

শান্তর আউটে পঞ্চম উইকেট পড়ল বাংলাদেশের 

বাকিদের ব্যর্থতার ভিড়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা রান পাচ্ছিলেন, যদিও তা ম্যাচের চাহিদায় ছিলো অপ্রতুল। শেষ পর্যন্ত ফিরলেন তিনিও। ১৬তম ওভারে জাসপ্রিট বুমরাহর বলে তুলে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন এই ব্যাটার। ৩২ বলে করেন ৪০ রান। ১০৯ রানে বাংলাদেশ হারিয়েছেন পঞ্চম উইকেট। 

রান পেলেন না সাকিব, বিপদে বাংলাদেশ 

সাকিব আল হাসান জ্বলে উঠতে পারলেন না। এক ছয়, এক চারে ৭ বলে ১১ রান করে ক্যাচ দিলেন কুলদীপ যাদবের বলে। ৯৮ রানে ৪ উইকেট হারালো বাংলাদেশ। 

তানজিদের পর হৃদয়কেও হারালো বাংলাদেশ

তানজিদ হাসান তামিমের পর বিদায় নিলেন তাওহিদ হৃদয়। কুলদীপ যাদবের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হলেন তিনি। দ্বাদশ ওভারে ৭৬ রানে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ। 

মন্থর ইনিংস খেলে ফিরলেন তানজিদ 

প্রায় দুইশো রান তাড়ায় দলের চাহিদা মেটাতে পারলেন না তানজিদ হাসান তামিম। ৩১ বল খেলে ২৯ রান করে এলবিডব্লিউ হয়েছেন তিনি। কুলদীপ যাদবের বল টেনে মারতে গিয়ে পরাস্ত হন। আম্পায়ার আউট দিলে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু লাভ হয়নি। ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়ছে লাল সবুজের প্রতিনিধিরা। 

শান্ত-তানজিদের জুটিতে এগুচ্ছে বাংলাদেশ

চাহিদা মেনে আগ্রাসী শুরু না হলেও রান বাড়াচ্ছে বাংলাদেশ। দলের ৩৫ রানে লিটন দাসকে হারলেও জুটি বেধেছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনেই হয়েছেন থিতু। ৯ ওভারে বাংলাদেশের স্কোর ৬৪। 

জীবন পেলেন তানজিদ 

জাসপ্রিট বুমরাহর বলে ২৪ রানে থামতে পারতেন তানজিদ হাসান তামিম। এজড হওয়া বল ধরে রাখতে পারেননি কিপার রিশভ পান্ত। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪২ রান করেছে বাংলাদেশ। 

ছক্কা মারার পরই লিটনের বিদায়

জুতসই শুরুর আভাস দিলেও লিটন দাসের উইকেট হারিয়েছে বাংলাদেশ। হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা মেরে ভালো কিছুর আভাস দিলেও পরের বলে অফ স্টাম্প থেকে সরে গিয়ে আবার বড় শটের চেষ্টায় ক্যাচ তুলে দেন তিনি। ১০ বলে ১৩ রান করে ফেরেন। ৩৫ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের সতর্ক শুরু

প্রথম তিন ওভারে উইকেট না হারালেও বাংলাদেশ তুলতে পেরেছে ১৬ রান। ১৩ রান নিয়ে তানজিদ ও ২ রান করে অপরাজিত আছেন লিটন। 

বাংলাদেশকে বড় লক্ষ্য দিল ভারত

ইনিংসের শেষ বলে চার মেরে ফিফটি স্পর্শ করেন হার্দিক পান্ডিয়া।  টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারে ১৯৬ রান করল ভারত। তাদের হয়ে হার্দিক  ২৭ বলে সর্বোচ্চ ৫০ রান করেছেন। বাংলাদেশের সফল বোলার তানজিম হাসান সাকিব। ৩২ রানে তিনি পেয়েছেন ২ উইকেট। 

দুবে ঝড় থামালেন রিশাদ 

শিভম দুবে খেলছিলেন দারুণ। সহজেই বাড়াচ্ছিলেন রান। বাঁহাতি ব্যাটার ফিরলেন রিশাদ হোসেনের বলে। রিশাদকে স্লগ সুইপে ছক্কার পর আবার একই চেষ্টায় গিয়ে বোল্ড হন ২৪ বলে ৩৪ করা ব্যাটার। ১৮তম ওভারে ১৬১ রানে পঞ্চম উইকেট হারিয়েছে ভারত। 

রিশাদের বলে ফিরলেন আগ্রাসী পান্ত 

রিশাদ হোসেনকে অনায়াসে মারছিলেন রিশভ পান্ত। ছক্কা-চারের পর রিভার্স সুইপেও পাঠাতে চান বাউন্ডারি। তবে শর্ট থার্ড ম্যানে তানজিমের হাতে ধরা দেন তিনি। ২৪ বল ৩৬ করেন ভারতের কিপার ব্যাটার। দ্বাদশ ওভারে ১০৮ রানে চতুর্থ উইকেট হারিয়েছে ভারত। 

কোহলির পর সূর্যকুমারের বিদায়

বিরাট কোহলি বাজে শটে ফেরার পর ক্রিজে এসেই ছক্কা মেরেছিলেন সূর্যকুমার যাদব। ঠিক পরের বলেই তাকে থামিয়ে দিয়েছেন তানজিম হাসান সাকিব। দারুণ এক বাড়তি বাউন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন সূর্যকুমারকে। বোলার নিজেও টের পাননি, তবে কিপার লিটন দাসের আবেদনে দ্রুতই সাড়া দেন আম্পায়ার। ৭৮ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে ভারত। বাজে শুরুর পর ম্যাচে দাপট ফিরে পেয়েছে বাংলাদেশ। 

কোহলিকে ফেরালেন তানজিম 

তানজিম সাকিবের বলে বড় শট খেলতে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু বলের গতি বুঝতে পারেননি, বল ছিলো স্লোয়ার। তাতে স্টাম্প ছেড়ে মারতে গিয়ে মিস করলেন লাইন। বোল্ড হয়ে ফেরত যাওয়ার আগে ভারতের সেরা ব্যাটার করেছেন ২৮ বলে ৩৭ রান। এই বিশ্বকাপে বাজে ছন্দে থাকা কোহলির এটাই  সর্বোচ্চ স্কোর। তার আউটে ৭২ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে ভারত। 

পাওয়ার প্লেতে ভারতের ৫৩
পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে ৫৩ রান নিল ভারত। এই রান নিতে তারা হারিয়েছে রোহিত শর্মার উইকেট। 

খরুচে ওভারের পর রোহিতকে ফেরালেন সাকিব 

দ্বিতীয় ওভারে বল করতে এসে চার-ছক্কায় ১৪ রান দেন সাকিব আল হাসান। নিজের পরের ওভারেও রোহিত শর্মা তাকে উড়ান ছক্কা-চারে। তবে সাকিবও ফিরে এসেছেন দ্রুত। সাকিবকে মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন ১১ বলে ২৩ করা রোহিত। চতুর্থ ওভারে ৩৯ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি সাকিবের পঞ্চাশতম উইকেট। প্রথম ক্রিকেটার হিসেবে এই অর্জন হলো তার। 

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তাসকিন

ভারতের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস ভাগ্য পক্ষে পেয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে একাদশে একটি বদল এনেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদের বদলে খেলানো হচ্ছে জাকের আলি অনিককে। 

টস জিতে ফিল্ডিং নিয়ে শান্ত বলেন উইকেট দেখে তাদের ভালোই মনে হচ্ছে, ভারতকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে রাখতে চান তারা। টস হারলেও অখুশি নন রোহিত শর্মা। ভারত অধিনায়ক টস জিতলেও বেছে নিতেন ব্যাটিং। বাংলাদেশ আগের সবগুলো ম্যাচ খেলেছিল তিন পেসার নিয়ে। এবার পেসার একজন কমিয়ে বাড়ানো হয়েছে ব্যাটার।

তাসকিনকে কেন খেলানো হয়নি তা স্পষ্ট করেননি শান্ত। তাসকিন না খেললেও পাঁচটি বোলিং অপশন ঠিকই থাকছে বাংলাদেশের। 

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম,  লিটন দাস,  নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ:  রোহিত শর্মা,বিরাট কোহলি, রিশভ পান্ত, সূর্যকুমার যাদব,  হার্দিক পান্ডিয়া ,শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ। 

Comments

The Daily Star  | English
capital flight in Bangladesh during Awami League's tenure

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

18h ago