টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক বদল
অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের লড়াইয়ে নামার আগে অ্যান্টিগায় বৃষ্টিতে টস হতে দেরি হয় ১৪ মিনিট। হালকা বৃষ্টিতে ভেজা মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি নাজমুল হোসেন শান্তর। টস জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ আগে ফিল্ডিং বেছে নিয়েছেন।
অ্যান্টিগায় সুপার এইটের এই ম্যাচে বাংলাদেশ একাদশে একজন বোলার বাড়িয়েছে। জাকের আলি অনিকের জায়গায় একাদশে এসেছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে তাদের সর্বশেষ ম্যাচে মিচেল স্টার্ককে বিশ্রামে রেখেছিল। বিশ্রাম শেষে অনুমিতভাবেই একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন অ্যাস্টন অ্যাগার। পেসার ন্যাথান এলিসকে প্রথম কিছু ম্যাচ খেলালেও সুপার এইটে অভিজ্ঞ প্যাট কামিন্সকে নামিয়েছে দলটি।
'বি' গ্রুপে শীর্ষে থেকে সুপার এইটে উঠে শক্তিশালী অস্ট্রেলিয়া। অন্য দিকে 'ডি' গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম,লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ও তানজিম হাসান সাকিব।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, ও অ্যাডাম জাম্পা
Comments