সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকছেন যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর পা রাখতে চলেছে আট দলের দ্বিতীয় পর্বে। গতকাল আইসিসি প্রকাশ করেছে সুপার এইটে দায়িত্ব পাওয়া আম্পায়ারদের তালিকা। বিভিন্ন দেশের মোট ১৬ জন আম্পায়ার সুপার এইটের ১২টি ম্যাচ পরিচালনার সঙ্গে জড়িয়ে থাকবেন।

বাংলাদেশের ম্যাচগুলোতে কি স্যাম নোগাস্কি থাকছেন? প্রশ্নটি ঘোরাফেরা করছে এদেশের ক্রিকেটাঙ্গনে। মাহমুদউল্লাহ রিয়াদের পায়ে লেগে বাউন্ডারিতে বল চলে গেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে চার পায়নি বাংলাদেশ, সে সময় আউট দিয়েছিলেন নোগাস্কি। প্রথমবারের মতো ছেলেদের বিশ্বকাপে দায়িত্ব পাওয়া এই অস্ট্রেলিয়ান সুপার এইটের কোনো ম্যাচেই থাকছেন না।

বাংলাদেশ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের দুজন। মাঠে রিচার্ড ইলিংওর্থের মতো অভিজ্ঞ আম্পায়ারের সঙ্গ পাবেন মাইকেল গফ। অ্যান্টিগায় সেদিন টিভি আম্পায়ারের ভূমিকা পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।

বাংলাদেশ সময় অনুযায়ী ২১ জুন ভোর সাড়ে ছয়টায় অজিদের বিপক্ষে খেলবে টাইগাররা। অ্যান্টিগাতেই ২২ জুন রাত সাড়ে আটটায় সাকিব আল হাসানরা খেলবেন ভারতের বিপক্ষে। নাজমুল হাসান শান্তর দল সেদিন অনফিল্ডে আম্পায়ার হিসেবে পাবেন ইংলিশ গফকে। তার সঙ্গে মাঠে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ারের কাজ পেয়েছেন ল্যাংটন রুসেরে।

জিম্বাবুয়ের এই আম্পায়ার সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচে দায়িত্ব সামলাবেন মাঠে থেকে। রুসেরের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচে অনফিল্ডে থাকবেন ভারতের নিতিন মেনন। টিভি আম্পায়ারের কক্ষে বসে ম্যাচ পরিচালনায় যোগ দিবেন প্রোটিয়া হোল্ডস্টক।

ম্যাচটি বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে খেলবে ২৫ জুন। আর্নোসে ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে ভোর সাড়ে ছয়টায়। ম্যাচ রেফারির দায়িত্বে সেখানে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলাটিতেও ম্যাচ রেফারি হিসেবে উপস্থিত থাকবেন রিচার্ডসন। আর রোহিত শর্মার দলের বিপক্ষে যেদিন মাঠে নামবে বাংলাদেশ, সেদিন ম্যাচ রেফারির ভূমিকা পালন করবেন ভারতের রঞ্জন মাধুগালে।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

1h ago