ক্যারিবিয়ানে ব্যাটিংয়ের ছন্দ থাকে না: উইলিয়ামসন

নিউজিল্যান্ড টুর্নামেন্ট শুরু করে সবার শেষে। তবে দুই ম্যাচ যেতে না যেতেই খোলা হয়ে যায় বিদায়ের পথ। শেষ দশ বছরে যে কোনো সংস্করণের বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালের আগে বিদায় নিয়েছে কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের এসব উইকেটে ব্যাটিংয়ের ছন্দটাই খুঁজে পাওয়া মুশকিল হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। পাশাপাশি এক অনন্য অভিজ্ঞতার কথাও জানান এই কিউই।

মঙ্গলবার পাপুয়া নিউগিনির বিপক্ষে ৭ উইকেটের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে পথচলা শেষ করে নিউজিল্যান্ড। ম্যাচশেষে ব্যর্থ অভিযানে ফিরে তাকিয়ে সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, 'বেশ ছোট স্কোর হয়েছে। ব্যাটিংয়ের ছন্দ এসব উইকেটে প্রকৃতপক্ষে উপস্থিত থাকে না। এমন পদ্ধতি খুঁজে নিতে হবে যেটি আপনাকে হয়তো লড়াকু স্কোর গড়ার পথ করে দিবে।'

'এটা ভিন্ন আমার মনে হয় অন্য ধারাবাহিক বাউন্সময় পিচের তুলনায়। কিন্তু এটাই আপনার সামনে আসা চ্যালেঞ্জ এবং দুই দলের জন্যই তাই। এটা খুব ভিন্ন স্টাইলের ক্রিকেট কিন্তু যত দ্রুত সম্ভব শেখার চেষ্টা করতে হয়। একটা ছোট টুর্নামেন্টে যা বেশ চ্যালেঞ্জিং,' যোগ করেন উইলিয়ামসন।

নিজেদের প্রথম ম্যাচে ১৬০ রান তাড়া করতে গিয়ে আফগানদের বিপক্ষে ৭৫ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫০ রান লক্ষ্য তাড়া করতে নেমে আটকে যায় ১৩৬ রান। উইলিয়ামসন বলেন, 'আমরা জানতাম যে কিছু চ্যালেঞ্জিং কন্ডিশনের অভিজ্ঞতা হবে আমাদের। আমার মনে হয় অসম বাউন্সের জন্য প্রস্তুতি নেওয়া বেশ কঠিন। কিন্তু একই সঙ্গে যেমনটা বললাম, এটা নিখুঁতভাবে করতে হবে না। একটা পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং সেটি প্রথম দুয়েক ম্যাচে আমরা করতে সক্ষম হইনি যেমনটা চেয়েছিলাম।'

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামগ্রিকভাবেও বেশ লো-স্কোরিং হচ্ছে। দীর্ঘ প্রথম পর্ব শেষে এ পর্যন্ত মাত্র তিনটি দুইশ রানের স্কোর দেখা গেছে। নিউজিল্যান্ড অধিনায়ক জানান, 'বাস্তবতা হচ্ছে এসব উইকেটে ৯০, হয়তো ১০০ রান জেতানোর স্কোর হয়ে যেতে পারে। ক্যারিবিয়ানে সত্যিই সবার জন্য অনন্য এক অভিজ্ঞতাই হয়েছে।'

উইলিয়ামসনের মতো প্রায় সব ব্যাটারই ভুগেছেন ক্যারিবিয়ান কন্ডিশনে। নিজেদের গুরুত্বপূর্ণ প্রথম দুই ম্যাচ মিলিয়ে তার থেকে মাত্র ১০ রান পেয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ব্যাটিং পাননি। শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৭ বলে ১৮ রান করেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Dhaka condemns desecration of national flag in Kolkata

Condemns violent protests outside its Deputy High Commission in Kolkata

3h ago