'পাকিস্তানের কাজ হলো ১৬০১ বিমান ধরে ফিরে আসা'

ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই এমনকি ভারতের বিপক্ষেও এক প্রকার নিজেদের ম্যাচ হাতছাড়া করে তারা। তাতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে দলটি। দলের এমন ব্যর্থতায় বাবর আজমদের উপর বেজায় খেপেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটাররা। ওয়াসিম আকরাম তো দ্রুত দেশের বিমান ধরতে বললেন দলটিকে। 

অথচ ওয়ানডে বিশ্বকাপ শেষে অনেক পরিবর্তনই এনেছিল দলটি। কোচিং স্টাফ আমূল বদলে ফেলা হয়। বদল হয়েছিল অধিনায়কও। যদিও ফের বাবরকে ফিরিয়ে আনে দলটি। তাতে লাভ হলো তেমন। প্রথম দুই ম্যাচে টানা হেরেই সমীকরণ কঠিন করে দলটি। এরপর যদি-কিন্তু যে সমীকরণ ছিল, তা শেষ করে দেয় বৃষ্টি।

আগের দিন আইসিসির এক অনুষ্ঠানে আকরাম বলেন, 'সত্যি সত্যি এবার ওরা (পাকিস্তানি ক্রিকেটাররা) প্লেন ধরে দেশে ফিরে আসুক। অনেক হয়েছে। টিম ইউএসএকে অভিনন্দন। তারা অনবদ্য পারফরম্যান্স করেছে। ক্রিকেটের বিশ্বায়ন ঘটানোর ক্ষেত্রে তারা দারুণ ভূমিকা পালন করেছে। ক্রিকেটের বিশ্বায়নের সবথেকে ভালো দিক হলো সুপার এইটে আমেরিকা কোয়ালিফাই করেছে।'

'যোগ্য দল হিসেবে যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠেছে। গ্রুপ পর্বের ম্যাচে তারা পাকিস্তানকে হারিয়েছে। আর এই কারণেই ওরা ওখানে রয়েছে। পাকিস্তানের এখন পরিকল্পনা তো একটাই আর তা হল ১৬০১ (বিমান নম্বর) বিমান ধরে দুবাই আসা, আর তারপর নিজের দেশে তাদের নিজ নিজ শহরে ফিরে যাওয়া। আর এরপর দেখা যে এরপর কি হয়। এটাই তো আমাদের পরিকল্পনা,' যোগ করেন আকরাম।

বাবরদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজও। পাক ক্রিকেটারদেরকে চরম কটাক্ষ করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স থেকে পোস্ট করে লিখেছেন, 'কুরবানিকে জানোয়ার হাজির হো'। অর্থাৎ কুরবানির পশুরা এসে উপস্থিত হও।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বেশ বাজে পারফরম্যান্স করেছে বাবররা। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটি। তাও দুর্বল কানাডার বিপক্ষে। সে ম্যাচেও কষ্ট করেই জিততে হয়েছে তাদের। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে সুপার ওভারে হারের পর ভারতের বিপক্ষে মাত্র ১২০ রানের জয়ের লক্ষ্য  তাড়া করে জিততে পারেনি দলটি।

Comments

The Daily Star  | English

Fire service & civil defence: High-risk job, low pay

Despite risking their lives constantly in the line of duty, firefighters are deprived of the pay enjoyed by employees of other departments, an analysis of their organograms shows.

5h ago