জোর করে বের করা ছাড়া কোন খামতি দেখছেন না তামিম

Bangladesh cricket team
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ বড় রান করতে চেয়েছিল, কিছু জায়গা বাজিয়ে দেখতে চেয়েছিল নতুন কিছু। স্পিনারদের আধিপত্যের বাইরে ঘরের মাঠে দেখতে চেয়েছিল পেসারদের দাপট। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সব চাওয়াই পূরণ হয়েছে। অধিনায়ক তামিম ইকবালের মতে পুরোপুরি নিখুঁত এক সিরিজ খেলেছেন তারা। যেখানে জোর করে না চাইলে বের হবে না কোন খামতি।

প্রথম ওয়ানডেতে ৩৩৮ রান করে আয়ারল্যান্ডকে ১৩৮ রানে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে করে ৩৪৯ রান। বৃষ্টিতে ওই ম্যাচে আয়ারল্যান্ড ব্যাট করে না পারায় ম্যাচ হয় পরিত্যক্ত।  শেষ ম্যাচে আগে ব্যাট করা আইরশদের মাত্র ১০১ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের জয় পায় স্বাগতিকরা। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো প্রতিপক্ষের ১০ উইকেট নেন বাংলাদেশের পেসাররা।

মাহমুদউল্লাহকে না রেখে এই সিরিজে সুযোগ দেওয়া হয় তাওহিদ হৃদয়কে। পাঁচে সুযোগ পেয়ে ব্যাট করতে নামা দুই ম্যাচেই আলো ছড়ান তিনি। অভিষেকেই খেলেন ৯২ রানের ইনিংস। মুশফিকুর রহিমকে ছয়ে নামিয়ে দেওয়া হয় নতুন ভূমিকা। অভিজ্ঞ ব্যাটার সেখানে হন ভীষণ সফল। এক ম্যাচে ২৬ বলে ৪৪ করার পর আরেক ম্যাচে ৬০ বলে করে ফেলেন সেঞ্চুরি। দেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

তাসকিন আহমেদ, ইবাদত হোসেনদের প্রতি ম্যাচেই দেখা গেছে সেরা ছন্দে। শেষ ম্যাচে খেলতে নেমে হাসান মাহমুদ করেন ক্যারিয়ার সেরা বোলিং (৩২ রানে ৫ উইকেট)। 

সিরিজ শেষ করে অধিনায়ক তামিমের চোখেমুখে পরিতৃপ্তি। যেখানে তার চোখে নেই কোন ঘাটতি,  'হ্যাঁ অবশ্যই। পারফেক্ট সিরিজই বলতে পারি। যদি খামতি জোর করে বের করতে হয়, তাহলে বলব দ্বিতীয় ম্যাচটা ওয়াশআউট না হলে ভালো হতো। এছাড়া আমাদের নিয়ন্ত্রণে যা যা ছিল, আমরা তার সবই করেছি। আপনারা আজও উইকেটটা দেখেছেন, প্রথমে ব্যাট করা আসলেই সহজ না। বিশেষ করে প্রথম ১৫-২০ ওভার।  কিন্তু আমরা প্রথম দুই ম্যাচে সে চ্যালেঞ্জটা নিয়েছি, বড় রান করেছি। তো দিনশেষে আমরা খুবই সন্তুষ্ট যে আমরা প্রায় সব বক্সেই টিক দিয়েছি।'

Comments

The Daily Star  | English

From gravel beds to tourists’ treasure

A couple of decades ago, Panchagarh, the northernmost district of Bangladesh, was primarily known for its abundance of gravel beds. With thousands of acres of land devoted to digging for the resource, the backbone of the region’s rural economy was based on those natural resources.

14h ago