অপহরণের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জে অপহরণের ৩ দিন পর অপহৃত শিশু মো. রিদওয়ানের (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার শাহজাদপুর উপজেলার পতাজিয়া ইউনিয়নের দহবিল এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. রিদওয়ান শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
গ্রেপ্তাররা হলেন- সাখাওয়াত হোসেন (২১), সাগর আলী (২২), ও জলিল সেখের ছেলে নাঈম হোসেনকে (২১)।
শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজ্জাদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমবার সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের দহবিল নামক স্থানের ঘাসের জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।'
তিনি আরও বলেন, 'এর আগে শুক্রবার বিকেল শিশুটি নিখোঁজ হয়। শনিবার সকালে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। এরপর তার বাবা শাহজাদপুর থানায় একটি অপহরণ মামলা করে। মামলার পর পুলিশ ওই গ্রাম থেকে সাখাওয়াত ও নাইমকে আটক করে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সাভার থেকে সাগরকে আটক করা হয়।'
'গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী পরে পুলিশ ঘটনাস্থল ওই শিশুর মরদেহ উদ্ধার করে,' বলেন তিনি।
পুলিশ জানিয়েছে, মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
Comments