এমবাপের হ্যাটট্রিক ও মেসির জোড়া গোলে ফাইনালে ৩-৩ সমতা

ছবি: এএফপি

লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা। ৮০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখে শিরোপার সুবাস পাচ্ছিল তারা। কিন্তু কিলিয়ান এমবাপে পরপর দুই মিনিটে দুবার খুঁজে নিলেন জাল। তার নৈপুণ্যে সমতায় ফিরে শিরোপা নির্ধারণী লড়াই অতিরিক্ত সময়ে নিল ফ্রান্স। সেখানে দ্বিতীয়ার্ধে মেসির আরেকটি লক্ষ্যভেদে ফের এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। এরপর শেষদিকে এমবাপের হ্যাটট্রিকে ফরাসিরা আবারও ফিরল  সমতায়।

রোববার লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-২ গোলে। এরপর ম্যাচের ১০৯তম মিনিটে স্কোরলাইন ৩-২ করেন মেসি। এবারের আসরে এটা তার সপ্তম গোল। সব মিলিয়ে বিশ্বকাপে ১৩তম। এরপর ১১৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে স্কোরলাইন ৩-৩ করেন এমবাপে। এই বিশ্বকাপে এটি তার অষ্টম গোল। সব মিলিয়ে ফুটবলের সর্বোচ্চ আসরে ১২তম।

এর আগে ম্যাচের ২৩তম মিনিটে অধিনায়ক মেসির সফল পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সের মধ্যে দি মারিয়াকে ফাউল করে বসেন উসমান দেম্বেলে। এরপর দেখেশুনে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন মেসি।

৩৬তম মিনিটে দারুণ পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজের পাস ধরে মেসি বল ঠেলে দেন সামনে থাকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারকে। ডানদিক দিয়ে দৌড়ে ডি-বক্সের দিকে এগিয়ে চাইলে নিজেই শট নিতে পারতেন তিনি। কিন্তু তা না করে দূরের পোস্টে নিখুঁত এক পাস বাড়িয়ে দেন। বল জালে জড়াতে কোনো ভুল করেননি দি মারিয়া।

৮০তম মিনিটে স্পট-কিক থেকে ব্যবধান কমান এমবাপে। হন্দাল কলো মুয়ানিকে ডি-বক্সে নিকোলাস ওতামেন্দি ফাউল করলে বাজে পেনাল্টির বাঁশি। এমবাপের শটে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ হাত ছোঁয়ালেও বল পেরিয়ে যায় গোললাইন।

পরের মিনিটেই দুর্দান্ত পাল্টা আক্রমণে ফাইনালে রোমাঞ্চ নিয়ে আসেন এমবাপে। বদলি নামা মার্কাস থুরামের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর কোণাকুণি শটে নিশানা ভেদ করেন।

Comments

The Daily Star  | English

Lease land, grow your own veggies, grains

It all began with a surprise addition to lunch -- long bean mash.

16h ago