এমবাপেকে যে কৌশলে আটকাতে চান আর্জেন্টিনা কোচ

ছবি: এএফপি

কাতার বিশ্বকাপই হতে চলেছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। এবার না পারলে আর কখনোই সোনালী ট্রফিটা ছোঁয়া হবে না ক্ষুদে জাদুকরের। আর লা পুল্গার স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে। তবে সেই চ্যালেঞ্জ নিতে তৈরি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মরুর বুকে এমবাপের উজ্জ্বল পারফরম্যান্সের রহস্য জানা আছে তার।

রোববার রাত নয়টায় লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফরাসিদের এই পর্যন্ত আসতে পারায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমবাপে। ফাইনালের মঞ্চে আরও একবার পার্থক্য গড়ে দিতে পারেন তিনি। ফরসিদের টানা দ্বিতীয়বারের মতো জেতাতে পারেন পরম আকাঙ্ক্ষিত শিরোপা।

এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন ফরাসি তরুণ তুর্কি। ছয় ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে চোখ রাঙাচ্ছেন মেসিকে। এখন পর্যন্ত দুবার সতীর্থদের গোলে অ্যাসিস্টও করেছেন পিএসজি তারকা। ফলে ফ্রান্স বিশ্বকাপ জিতলে গোল্ডেন বলও উঠতে পারে তার হাতে।

গত ২০১৮ বিশ্বকাপেও ফ্রান্সের শিরোপা জয়ের পিছনে দারুণ ভূমিকা ছিল এমবাপের। সেবার চার গোল করেছিলেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। শেষ ষোলোতে তার জোড়া গোলেই আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়েছিল ফ্রান্স। শিরোপা জয়ের পথে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালেও তিনি করেছিলেন গোল।

মাত্র ২৩ বছর বয়সেই দুটো বিশ্বকাপ জয়ের হাতছানি এমবাপের সামনে। চলতি আসরে অনবদ্য পারফরম্যান্সে নিজেই জোরালো করছেন সেই সম্ভাবনা। তবে এমবাপের এমন কার্যকারিতার পিছনে তার সতীর্থদেরই অধিক অবদান দেখছেন স্কালোনি। ফলে এমবাপের পায়ে বল যাওয়া আটকাতে পারলেই নিরাপদ অবস্থানে থাকবে আর্জেন্টিনা। দলগতভাবে সেই কাজটা করতে চান দলটির কোচ।

ফাইনালের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'এটা (এমবাপেকে ঠেকানো) কোনো নির্দিষ্ট ব্যক্তির চেয়ে বরং অধিকতর দলীয় কাজ। আর শুধু এমবাপে নয়, যদিও এটা সত্য যে সে একজন ভালো খেলোয়াড়, ফ্রান্সের অন্য খেলোয়াড়রাও আছে যারা তাকে বল বানিয়ে দেয় এবং (কিছু কিছু ক্ষেত্রে) তার চেয়েও ভালো করে। সে এখনও তরুণ ও উন্নতি করতে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।'

Comments

The Daily Star  | English
lease land for vegetable farming in Bangladesh

Lease land, grow your own veggies, grains

It all began with a surprise addition to lunch -- long bean mash.

17h ago